Saturday 27 April, 2024

For Advertisement

একইদিন মাঠে নামছে আর্জেন্টিনা ও পর্তুগাল

18 June, 2021 9:15:43

ফুটবলপ্রেমীদের জন্য শনিবার দিনটা হবে অন্যরকম এক আনন্দের দিন। একইদিনে আলাদা দুটি ম্যাচে খেলতে নামবেন লিওনেল মেসির দল আর্জেন্টিনা এবং ক্রিস্টিয়ানো রোনালদোর দল পর্তুগাল।

শনিবার বাংলাদেশ সময় সকাল ছয়টায় কোপা আমেরিকার ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ব্রাসিলিয়ার জাতীয় স্টেডিয়ামে শুরু হতে যাওয়া ম্যাচটি মেসিদের টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচ হলেও, উরুগুয়ের প্রথম ম্যাচ এটি। এর ১২ ঘণ্টা পর রাত ১০টায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে জার্মানির মুখোমুখি হবে ক্রিস্টিয়ানো রোনালদোর দল পর্তুগাল।

একই দিনে বিশ্বের দুই তারকার দলের খেলা দেখতে মুখিয়ে আছেন ফুটবলপ্রেমীরা।

মেসিদের প্রতিপক্ষ লুই সুয়ারেসের দল উরুগুয়ে বরাবরই আর্জেন্টিনার কাছে কঠিন প্রতিপক্ষ। প্রায় পাঁচ বছর আগে শেষবার উরুগুয়েকে হারিয়েছিল আর্জেন্টিনা। শেষবার দুই দল মুখোমুখি হয়েছিল ২০১৯ সালের নভেম্বরে। সেই প্রীতি ম্যাচ ২-২ ড্র হয়েছিল। এবারের প্রতিযোগিতায় প্রথম ম্যাচে চিলির কাছে আটকে গিয়েছে আর্জেন্টিনা। ফলে উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচ তাদের কাছে গুরুত্বপূর্ণ হতে উঠেছে। প্রতিযোগিতায় এটাই প্রথম ম্যাচ উরুগুয়ের।

নিজেদের প্রথম ম্যাচে চিলির সঙ্গে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য মুখিয়ে আর্জেন্টিনা। উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগে লিওনেল স্কালোনির জন্য সুখবর, চোট থেকে সেরে উঠেছেন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো।

মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস খেলছেন না ম্যাচে। তার জায়গায় ম্যাচ শুরু করতে পারেন গিদো রদ্রিগেস।

এছাড়া প্রথম ম্যাচে জ্বলে উঠতে না পারা নিকোলাস গনসালেসের জায়গায় আক্রমণভাগে দেখা যেতে পারে অভিজ্ঞ আনহেল দি মারিয়াকে। লিওনেল মেসির স্ট্রাইক পার্টনার হিসেবে ম্যাচ শুরু করতে পারেন ইন্টার মিলানের তারকা লাউতারো মার্তিনেস।

জাতীয় দলের জার্সি গায়ে ওপেন প্লে-থেকে প্রায় দেড় বছর গোল নেই মেসির। উরুগুয়ের বিপক্ষে সেই বৃত্ত ভাঙ্গার চেষ্টা করবেন মেসি।

রাত ১০টায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে জার্মানির বিরুদ্ধে খেলায় অনেকটা আত্মবিশ্বাস নিয়ে নামবে পর্তুগাল। প্রথম ম্যাচে হাঙ্গেরিকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে তারা। জোড়া গোল করে রেকর্ড করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। শনিবারের খেলায় পর্তুগালের তারকা নিজেও যথেষ্ট আত্মবিশ্বাসী।

অন্যদিকে প্রথম ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে হেরেছে জার্মানি। পর্তুগালের বিরুদ্ধে হেরে গেলে ইউরো কাপের শেষ ১৬-তে ওঠা তাদের জন্য কঠিন হয়ে যাবে। সেজন্য জয়ের বিকল্প নেই জার্মানির জন্য। জয় পেতে নিজেদের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা থাকবে তাদের।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore