ইন্টারনেট
হোম / খেলাধুলা / বিস্তারিত
ADS

মাথায় গুরুতর আঘাত পাওয়া দু প্লেসির পিএসএল শেষ

17 June 2021, 10:22:30

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচে রোববার পেশোয়ার জালমির বিপক্ষে খেলতে নেমে ফিল্ডিংয়ের সময় মাথায় শক্ত আঘাত পেয়েছিলেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ফাফ দু প্লেসি। ওই আঘাতে পিএসএল থেকেই ছিটকে পড়লেন এই দক্ষিণ আফ্রিকান তারকা।

ওই ম্যাচে বাউন্ডারিতে দৌড়ে গিয়ে ড্রাইভ দেওয়ার সময় সতীর্থ মোহাম্মদ হাসনাইনের হাঁটুর সঙ্গে মাথায় সজোরে আঘাত পান দু প্লেসি। পরে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর মাঠে আর ফিরতে পারেননি।

পরের দিন এক টুইট বার্তায় ডু প্লেসি নিজেই জানান, তার কনকাশন সমস্যা দেখা দিয়েছিল। ধাক্কা খেয়ে স্মৃতিশক্তিও হারিয়ে ফেলেছিলেন। এই অবস্থায় দু প্লেসিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে গ্ল্যাডিয়েটর্স ম্যানেজম্যান্ট।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: