Friday 29 March, 2024

For Advertisement

যে পরিসংখ্যানে বিশ্বসেরা বাংলাদেশ দলের অধিনায়ক

4 June, 2021 6:33:45

আন্তর্জাতিক ওমেন্স টি-টোয়েন্টি ক্রিকেটে মেইডেন ওভার করার দিক থেকে বিশ্বসেরা বাংলাদেশ দলের অধিনায়ক সালমা খাতুন।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ৩৪টি ওয়ানডে ও ৭৪টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে ব্যাট হাতে সংগ্রহ করেছেন ৯১০ রান আর বল হাতে অফ স্পিনে শিকার করেছেন ১০১ উইকেট।

তবে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে মেইডেন ওভার তথা কোনো রান না দিয়ে ওভার শেষ করেছেন ১৬টি। যা নারী-পুরুষ উভয় ক্রিকেটের ইতিহাসে রেকর্ড। সালমা খাতুন টি-টোয়েন্টিতে ৭৪ ম্যাচে সব মিলে ২৩৭.৩ ওভার বোলিং করেছেন।

এ তালিকায় দ্বিতীয় পজিশনে রয়েছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার ক্যাথরিন ব্রান্ট। ইংলিশ এই তারকা পেসার ৮৯ ম্যাচে অংশ নিয়ে ৩২১.৫ ওভারের মধ্যে ১৫ ওভার মেইডেন করেন।

তৃতীয় পজিশনে রয়েছেন ভারতীয় তারকা পেসার ঝুলন গোস্বামী। তিনি ৬৮ ম্যাচে অংশ নিয়ে ২২৫.১ ওভার বল করে ১৪ ওভার মেইডেন করেন।

ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ ম্যাচে ১৭৯.১ ওভার বল করে সর্বোচ্চ ৭টি মেইডেন ওভার করেন ভারতীয় তারকা পেসার জসপ্রিত বুমরাহ।

৫৮ ম্যাচে অংশ নিয়ে ২০৫.১ ওভারের মধ্যে ৬ ওভার মেইডেন করেন শ্রীলংকান তারকা পেসার নুয়ান কুলাসেকারা।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore