ইন্টারনেট
হোম / খেলাধুলা / বিস্তারিত
ADS

ব্রাভোর কারিশমার কাছে হারলেন মেসি

4 June 2021, 10:25:43

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত এক ম্যাচ অনুষ্ঠিত হলো শুক্রবার।

অনেকের মতে, খেলা হয়েছে আর্জেন্টিনার মেসি বনাম চিলির গোলরক্ষক ক্লাওদিও ব্রাভোর মধ্যে।

শুক্রবার ভোরে ১-১ ড্র হয়েছে খেলাটি। যদিও ফলাফল আর্জেন্টিনার পক্ষে যেতেও পারত। ম্যারাডোনার দেশের সমর্থকদের হতাশায় ডুবিয়েছেন চিলির গোলরক্ষক। পূর্ণ পয়েন্ট নিয়ে ফিরতে দেননি প্রতিপক্ষকে।

শেষদিকে আর্জেন্টাইন অধিনায়কের তিনটি শট ঠেকিয়ে দিয়েছেন অভিজ্ঞ এই গোলরক্ষক।

দুটি গোলই হয় প্রথমার্ধে। পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন মেসি। কিছুক্ষণ পর সমতা আনেন আলেক্সিস সানচেস।

সান্তিয়াগাতো দেল এস্ত্রোর ইউনিক স্টেডিয়ামে প্রথম সুযোগটা চিলি পেলেও নিজের দলকে এগিয়ে নেন মেসি।

ম্যাচের ২৩তম মিনিটে লাউতারো মার্তিনেসকে চিলির ডিফেন্ডার গিলের্মো মারিপান ফাউল করলে ভিএআরের সাহায্য নেন রেফারি। পেনাল্টির বাঁশি বাজান।

২৪তম সফল স্পট কিকে চিলির জালে বল জড়িয়ে দেন মেসি। পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলারের দেশের হয়ে এটি ৭২তম গোল।

এর আগে ১৫তম মিনিটে চিলির এদুয়ার্দো ভারগাসের শট একটুর জন্য নীল-সাদাদের জালে জড়াতে ব্যর্থ হয়।

মেসিদের এই গোলোৎসব বেশিক্ষণ টেকেটি।

৩৬তম মিনিটে চিলিকে সমতায় ফেরান সানচেস। চার্লেস আরানগেসের ফ্রি কিকে গেরি মেদেলের দারুণ কাট ব্যাকে বল পান এই স্ট্রাইকার।

ডিবক্সের ফাঁকা জায়গায় বল পেয়ে সুযোগ হাতছাড়া করেননি তিনি।

বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বিপক্ষে প্রথম গোল করেন সানচেজ।

প্রথমার্ধের যোগ করা সময়ে মেসির চমৎকার ফ্রি কিক ঠেকিয়ে দেন চিলির গোলরক্ষক ব্রাভো।

ফলে ১-১ স্কোরলাইনে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে নেমে শুরু থেকেই রক্ষণাত্মক খেলা শুরু করে দুই দলই। যে কারণে গোলের দেখা পাওয়া মুশকিলই হয়ে ওঠে। দুই দলই এমন সাবধানী হয়ে খেলতে থাকে যেন, আর ড্রতেই সন্তুষ্ট থাকতে চায় তারা। রক্ষণে বাড়তি মনোযোগ দেওয়ায় খেলার গতি কমে যায়।

লাতিন আমেরিকার স্পিডফুটবল হারিয়ে যায় ম্যাচ থেকে।

শেষদিকে অবশ্য জয়ের লক্ষ্যে জ্বলে ওঠেন লিওনেল মেসি।

এসময় দলের ত্রাতা বনে যান চিলির গোলরক্ষক ব্রাভো।

চীনের প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ব্রাভো। ৮০তম মিনিটে পোস্টে লেগে মেসির ফ্রি কিক ব্যর্থ হয়ে যায়। ৮২তম মিনিটে সুযোগ হাতছাড়া হয় মার্তিনেসের।

৮৭তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শট নেন মেসি। ঝাঁপিয়ে তা ঠেকিয়ে দেন ব্রাভো।

পরের মিনিটে ডি বক্সের ভেতর থেকে আর্জেন্টিনা অধিনায়কের আরেকটি দারুণ শট ব্যর্থ করে দেন চিলির অভিজ্ঞ গোলরক্ষক।

এভাবে শেষ দিকে মেসি বনাম ব্রাভোর খেলা বেশ উপভোগ্য হয়ে ওঠে। তবে তাতে আর মন ভরেনি আর্জেন্টিনার।

রেফারির শেষবাঁশিতে ১-১ ড্রয়ে মাঠ ছাড়ে দুই দল।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: