Friday 19 April, 2024

For Advertisement

আরও দু’বছর বার্সেলোনায় মেসি!

2 June, 2021 9:41:55

দীর্ঘ জল্পনা শেষে আর মন কষাকষি দূরে সরিয়ে প্রাণের ক্লাব বার্সেলোনার সঙ্গে আরও দু’বছরের জন্য চুক্তি বাড়াতে চলেছেন লিওনেল মেসি। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা’র এক প্রতিবেদনে বলা হয়েছে, খুব শিগগিরই নতুন চুক্তিতে স্বাক্ষর করবেন আর্জেন্টাইন সুপারস্টার। জুনের শেষেই বার্সেলোনার সঙ্গে পুরনো চুক্তির মেয়াদ শেষ লিওনেল মেসি। আলোচনা তুঙ্গে ছিলো নতুন মৌশুমে তিনি আর্জেন্টিনার কোনো ক্লাবে যোগ দিবেন।

২০২০-২১ লা লিগা মৌশুমে শেষ ম্যাচ অনুমতি সাপেক্ষে না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন লিওনেল মেসি। এ কারণে বার্সা ছেড়ে যাওয়ার আলোচনা তুঙ্গে আসে। তবে তার থেকে যাওয়ার খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কাতালান ক্লাবের অনুরাগীরা। গত মৌশুমের শুরুতে ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট জোসেপ বার্তোমিউয়ের সঙ্গে আর্জেন্টাইন সুপারস্টারের মতবিরোধ শিরোনামে এসেছিল বিশ্ব ফুটবলে। ক্লাব ছাড়তে উদ্যত মেসিকে একপ্রকার চুক্তির গেরোয় আটকে রাখা হয় বার্সেলোনায়।

পরবর্তীতে প্রেসিডেন্ট বদলের পর ক্লাবকে মেসির তিন শর্তে বেঁধে দেওয়ার ঘটনাও অনুরাগীদের অজানা নয়। আর মেসিকে যাতে রেখে দেওয়া যায় তাই মেসির দেখানো পথ ধরেই কাজ শুরু করেন নয়া প্রেসিডেন্ট জোয়ান ল্যাপোর্তা। আসন্ন মৌশুমের জন্য স্কোয়াড পুনর্নিমাণের প্রাথমিক পদক্ষেপ হিসেবে সম্প্রতি মেসির দেশীয় সতীর্থ সার্জিও আগুয়েরোকে দলে নিয়েছে বার্সেলোনা। একাডেমি প্রোডাক্ট এরিক গার্সিয়ারও প্রত্যাবর্তন ঘটেছে গতকাল মঙ্গলবার। সব দেখেশুনে আশ্বস্ত বাঁ পায়ের জাদুকর আরও দু’বছর ছোটবেলার ক্লাবে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন বলে মনে করা হচ্ছে। আসন্ন কোপা আমেরিকা শেষে আবারও চিরাচরিত মেরুন-নীল জার্সিতে মেসিকে দেখতে পাওয়া এখন সময়ের অপেক্ষা।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore