Thursday 25 April, 2024

For Advertisement

সাকিব-মুস্তাফিজকে আইপিএল খেলতে দেবে না বিসিবি

1 June, 2021 6:25:02

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অবশিষ্ট অংশ অনুষ্ঠিত হবে আরব আমিরাতে। আরব আমিরাত পর্বে বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে খেলার অনুমতি দেবেনা বিসিবি। বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটের দায়বদ্ধতার কথা চিন্তা করলে তাদের এনওসি দেয়া প্রায় অসম্ভব। তাদের এনওসি দেয়ার কোনো সম্ভাবনা দেখছি না। সামনে আমাদের বিশ্বকাপ আছে এবং প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ।’

আইপিএলে এবছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন সাকিব এবং মুস্তাফিজুর রহমান খেলছেন রাজস্থান রয়্যালসের হয়ে। মাঝপথে আইপিএল স্থগিত হয়ে যাওয়ার পর তাদের দেশে ফেরায় বিসিবি। সম্প্রতি বিসিসিআই জানিয়েছে, আইপিএলের বাকি অংশের ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে।

পাপন আরও জানান, ‘আমরা ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামবো। আমরা ওয়ানডে সুপার লিগের তিনটি ম্যাচ খেলবো। সঙ্গে বিশ্বকাপের আগে তিনটি টি-টোয়েন্টিও গুরুত্বপূর্ণ।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ৫টি করে মোট ১০টি টি-টোয়েন্টি এবং ইংল্যান্ডের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। সব মিলিয়ে আগস্ট থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত ১৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে টাইগাররা।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore