Tuesday 21 May, 2024

For Advertisement

আইসিসি র‍্যাঙ্কিংয়ের দুইয়ে মিরাজ

26 May, 2021 9:22:57

শ্রীলঙ্কা সিরিজ শুরু হওয়ার আগেই আইসিসির বোলিং র‌্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে ছিলেন মেহেদী হাসান মিরাজ। লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচে ৭ উইকেট নিয়ে তিন ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছেন এই অফ স্পিনার। এর আগে ২০০৯ সালে বাংলাদেশি খেলোয়াড়দের মাঝে সবার শীর্ষে উঠেছিলেন সাকিব আল হাসান। এবার সেই সুযোগ আসছে টাইগার অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ।

লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচে সাত উইকেট নেয়া মেহেদী মিরাজ আছেন ক্যারিয়ার সেরা নম্বরে। আফগানিস্তানের লেগস্পিনার মুজিবুর রেহমানকে পেছনে ফেলে দুই উঠে এসেছেন তিনি। এটিই মিরাজের ক্যারিয়ারের সর্বোচ্চ র‍্যাঙ্কিং। এর আগে পাঁচ নম্বরে ছিলেন এই টাইগার অফস্পিনার। তার রেটিং পয়েন্ট ৭২৫। শীর্ষ থাকা নিউজিল্যান্ড পেইসার ট্রেন্ট বোল্টের রেটিং ৭৩৭।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ আগে জিতে নেয়ায় প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। দলীয় সাফল্যের পাশাপাশি সিরিজে ব্যক্তিগত সাফল্যেও এগিয়ে আছেন বাংলাদেশি ক্রিকেটাররা। তবে বিশ্বসসেরা অলরাউন্ডার ধরে রেখেছেন তার স্থান। অলরাউন্ডার র‍্যাঙ্কিনয়ে শীর্ষেই আছেন সাকিব।

লঙ্কা সিরিজের প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরির পর দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি হাঁকানো মুশফিকুর রহিম উঠে এসেছেন ১৪ নম্বরে। এটিই তার ক্যারিয়ারের সর্বোচ্চ ওয়ানডে র‍্যাঙ্কিং। ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে পরবর্তী বাংলাদেশি ব্যাটম্যান তামিম ইকবাল। টাইগারদের ওয়ানডে অধিনায়ক দ্বিতীয় ম্যাচে রান না পাওয়ায় নেমে গেছেন ২৪ নম্বরে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore