Friday 26 April, 2024

For Advertisement

সিরিজ জয়ের লক্ষ্যে মঙ্গলবার মাঠে নামছে বাংলাদেশ

24 May, 2021 8:20:20
Bangladesh's players celebrate after winning the first one-day international (ODI) cricket match against Sri Lanka at the Sher-e-Bangla National Cricket Stadium in Dhaka on May 23, 2021. (Photo by Munir Uz zaman / AFP) (Photo by MUNIR UZ ZAMAN/AFP via Getty Images)

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সফররত শ্রীলঙ্কাকে ৩৩ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামীকাল(মঙ্গলবাল) ফের মাঠে নামবে দুদল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায়।

প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মুশফিকের ৮৪, মাহমুদউল্লাহর ৫৪ এবং তামিমের ৫২ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ২৫৭ রান তুলে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে মেহেদী হাসান মিরাজ এবং মোস্তাফিজুর রহমানদের বোলিং তোপে মাত্র ২২৪ রানের থেমে যায় লঙ্কানদের ইনিংস।

দ্বিতীয় ম্যাচে জিততে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে টাইগাররা। আর সেই লক্ষ্যেই হয়তো খেলতে নামবে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। তবে প্রথম ম্যাচে সহজ জয় পেলেও বেশ সতর্ক থাকতে হবে স্বাগতিকদের। কেননা তারুণ্য নির্ভর লঙ্কান দলে রয়েছে এক ঝাঁক তরুণ তারকা ক্রিকেটার। যেকোনা সময়ই জ¦লে উঠতে পারেন তারা।

এজন্য আবারো ব্যাট হাতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করার দায়িত্ব নিতে হবে মুশফিক-মাহমুদউল্লাহ-তামিম-সাকিবদের। তবে শুধুই অভিজ্ঞদের ওপর নির্ভর করে থাকলেই চলবে না। দায়িত্ব নিতে হবে তরুণদেরও। তাই লিটন-মিঠুনদের দিকেও চোখ থাকবে টাইগার সমর্থকদের।

প্রথম ম্যাচে বল হাতে দুর্দান্ত ছিলেন টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজ এবং কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। মাত্র ৩০ রানের খরচায় ৪টি উইকেট লুফে নিয়ে ম্যাচের সেরা পারফরমারের পুরস্কার পান মেহেদী। এদিকে ৩৪ রান দিয়ে ৩টি উইকেট পেয়েছেন মোস্তাফিজ। দ্বিতীয় ম্যাচেও তাদের দ্যুতি ছড়াতে হবে।

তবে প্রথম ম্যাচে বল হাতে নিষ্প্রভ ছিলেন সাকিব-তাসকিনরা। তাদেরও এ ম্যাচে দায়িত্বশীল ক্রিকেট খেলতে হবে।

বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ

তামিম ইকবাল, লিটন দাস/সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, তাসিকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা দলের সম্ভাব্য একাদশ

কুশল পেরেরা, ধানুষ্কা গুনালিলাকা, পাথুম নিশানকা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা,আশেন বান্দেরা, ধাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, উসুরু উদানা, লাকসান সান্দাকান, দুশমান্থা চামিরা।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore