Tuesday 21 May, 2024

For Advertisement

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

4 February, 2024 10:12:28

ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। আজ (রোববার) কমলাপুরে বাংলাদেশ ইনজুরি সময়ে সাগরিকার গোলে বাংলাদেশ পায় ১-০ গোলের প্রত্যাশিত জয়।

চার দলের টুর্নামেন্ট চার দলই দুটি করে ম্যাচ খেলেছে। দুই ম্যাচ শেষে বাংলাদেশ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে হারলেও সমস্যা নেই বাংলাদেশের। নেপাল ও ভারতের মধ্যকার ম্যাচের জয়ী দল হবে আরেক ফাইনালিস্ট। বাংলাদেশের আজকের জয়ে টুর্নামেন্ট থেকে বিদায় হয়েছে ভুটানের।

প্রথম ম্যাচে নেপালকে ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ভারত ১০-০ গোলে জিতেছিল ভুটানের বিপক্ষে। দুই দলের লড়াই দেখতে গ্যালারিতে হাজার দেড়েক দর্শক হাজির হয়েছিলেন। তবে বাংলাদেশের মেয়েদের গোল মিসের কারণে তারা জয়ের আনন্দে স্টেডিয়াম ছাড়ার আশা ছেড়েই দিয়েছিলেন। শেষ দিকে ভালো কয়েকটা সুযোগ পেয়ে কাজে লাগাতে না পারলে হতাশ হন দর্শকরা। তবে শেষ পর্যন্ত শীতের রাতে গ্যালারিতে আসা দর্শকরা জয় উদযাপন করতে করতেই ঘরে ফিরেছেন।

হারলে বিপদ। ড্র করলে উজ্জ্বল হবে সম্ভাবনা। তাই দুই দলই রক্ষণ সামলিয়ে আক্রমণের কৌশলে ছিল। শুরুর দিকে ভারত প্রধান্য নিয়ে খেলেছিল। তারা বারদুয়েক ভালো সুযোগও তৈরি করেছিল। দুর্ভাগ্য তারা সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। ৮ ও ১২ মিনিটে পাওয়া ভারতের দুটি সুযোগই নস্যাৎ করে দিয়েছেন বাংলাদেশের গোলরক্ষক স্বর্ণা রানী মন্ডল।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ পুরোপুরি বদলে যায়। তবে দাপুটে ফুটবল খেলেও গোল আদায় করতে পারেনি। স্বপ্নার পরপর দুটি কর্নার থেকে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল স্বাগতিকদের। একবার সুরমা্ জান্নাতের হেড ভারতের গোলরক্ষক সেভ করেন। আরেকবার বল চয়ে যায় ক্রসবার ঘেঁষে বাইরে। বাংলাদেশ এগিয়ে যেতে পারতো শেষ ৮৭ মিনিটে ভারতের গোলরক্ষকের ভুলে ভালো জায়গায় বল পেয়ে গিয়েছিলেন মুনকি। তবে তিনি গোলরক্ষকের গায়ে বল মেরে সহজ সুযোগ নষ্ট করেন।

নির্ধারিত ৯০ মিনিট শেষ খেলা অতিরিক্ত সময়ে গড়ালে গ্যাররিতে উল্লাস ছড়িয়ে দেন নেপালের বিপক্ষে জোড়া গোল করা সাগরিকা। আফঈদা খন্দকারের বাড়ানো লম্বা পাস ধরে একটু সামনে এগিয়ে বুদ্ধিমত্তার সঙ্গে ভারতের জালে বল পাঠান সাগরিকা। এ নিয়ে অনূর্ধ্ব-১৯ সাফে ভারতকে টানা তিনবার হারালো বাংলাদেশের মেয়েরা।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore