Monday 13 May, 2024

For Advertisement

‘এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে, মানুষ পছন্দ করবে না’

27 November, 2023 5:47:03

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আমি আর বেশি দিন নাই। এই মেয়াদ তো বেশি দিন নাই। এরপর আরেকটা বছর আছে। যাওয়ার আগে দলটা ঠিক করে যাব। ঠিক হবে কি না জানি না। তবে যেটা করার দরকার করব।’

২০২১ সালের আগস্টে টানা তৃতীয়বারের মতো বিসিবির সভাপতি নির্বাচিত হন পাপন। চলতি মেয়াদে তার প্রায় আড়াই বছর হতে চলেছে।

সোমবার গুলশানে নিজের বাসায় জাতীয় দলের তারকা ওপেনার তামিম ইকবালের সঙ্গে বৈঠক শেষ বিসিবি সভাপতি বলেন, ‘এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে, মানুষ পছন্দ করবে না। তামিমকে বলেছি, আমি আর আগের মতো তোমাদের সঙ্গে নেই। আগের দুই মেয়াদে দলের সঙ্গে অনেক জড়িয়ে থাকতাম। এখন একেবারে ছেড়ে দিয়েছি। যাদের দায়িত্ব দিয়েছি, তারা দায়িত্ব পালন করবে। তাতে কোনো অসুবিধা হলে আমাদের কাছে আসবে। তবু তামিম কিছু কথা বলল। এমন একটা সময়ে সে বলেছে, আসলেই আমার হাতে একেবারে সময় নেই। এক মাস পরে আমার নির্বাচন। এলাকাতেই থাকছি বেশি।

পাপন আরও বলেন, ‘তামিমকে বলেছি, দেখো, নির্বাচন শেষেই তোমার সব সমস্যা জানব, তা না। আর কারও কথায় কিছু করব না। আগে আমার জানতে হবে, সমস্যাটা কোথায়। সবার সঙ্গে কথা বলব। গভীরে ঢুকতে চাই। নিজের সিদ্ধান্ত নেব। ও বলেছে, এটা ভালো কথা। সেই সিদ্ধান্ত হবে বিপিএলের পর। নির্বাচনের পর বিপিএলে সবাইকে পাব। এ সময় সব খেলোয়াড়, কোচকে পাব। সব তথ্য পাব।’

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore