Monday 13 May, 2024

For Advertisement

ভারতের মুখোমুখি বাংলাদেশ, একাদশে আসতে পারে পরিবর্তন

19 October, 2023 10:55:54

টানা দুই পরাজয়ের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক পূর্ণ করা স্বাগতিক ভারতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত আছে সাকিব আল হাসানের দল। আজ (বৃহস্পতিবার) পুনেতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে দুই প্রতিবেশী দেশের হাই-ভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে।

উপমহাদেশের ক্রিকেটের দুই পরাশক্তি ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উন্মাদনা নতুন কিছু নয়। ক্রিকেটের সবচেয়ে রোমাঞ্চকর লড়াইয়ের একটি হিসেবে ধরা হয় এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথকে। দেশ দুটির মধ্যকার রাজনৈতিক দ্বন্দ্ব তাদের লড়াইয়ের ঝাঁঝ দিনে দিনে কেবল বাড়িয়েছে। তবে মাঠের বাইরে তুমুল উত্তাপ থাকলেও সাম্প্রতিক সময়ে বাইশগজে তেমন একটা লড়াই দেখা যায় না তাদের। সে তুলনায় ভারত-বাংলাদেশ ম্যাচ আরও বেশি রোমাঞ্চকর হয় বলে মনে করছেন অনেকেই। আজ তেমনই এক লড়াইয়ে মাঠে নামছে দুই প্রতিবেশী দেশ।

বিশ্বকাপের তৃতীয় রাউন্ড শেষে বিপরীত অবস্থানে দাঁড়িয়ে বাংলাদেশ এবং ভারত। টানা তিন ম্যাচ জিতে উড়ছে রোহিত শর্মারা। অন্যদিকে প্রথম ম্যাচ জেতার পর দুই ম্যাচে হার দেখেছে টাইগাররা। আছে টেবিলের সাত নম্বরে। রানরেটের হিসেবটাও অনুকূলে নেই টাইগারদের জন্য। আর তাই আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য মহাগুরুত্বপূর্ণ। হারলেই সেমিফাইনালে ওঠার রাস্তা আরও কঠিন হয়ে পড়বে টাইগারদের জন্য।

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে টাইগার শিবিরে দুশ্চিন্তার কালো মেঘ সাকিব আল হাসানকে নিয়ে। নিউজিল্যান্ড ম্যাচে মাংসপেশীর চোটে পড়া সাকিবের খেলা নিয়ে আছে অনিশ্চয়তা। টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন, সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত হবে ম্যাচের দিন সকালে। (বুধবার) সংবাদ সম্মেলনে এসে হাথুরু বলেন, ‘গতকাল (মঙ্গলবার) ব্যাটিং সেশন হয়েছে। ভালো রানিং বিটুইন দ্য উইকেট। তাকে (সাকিবকে) স্ক্যান করাতে নেওয়া হয়েছে, এখনও রেজাল্ট পাইনি। এখন সে ঠিক আছে। বোলিং আজকে দেখবো। কাল (ম্যাচের দিন) সকালে সিদ্ধান্ত নেব।’

আফগানিস্তানকে হারিয়ে দারুণ শুরুর পর টানা দুই হারে কিছুটা ব্যাকফুটে চলে গেছে বাংলাদেশ। গেল ম্যাচের একাদশ থেকে পরিবর্তন আসতে যাচ্ছে নিশ্চিতই করেই সেটা বলা যায়। গতকাল ম্যাচের আগের দিনে চন্ডিকা হাথুরুসিংহেও জানালেন একাদশে পরিবর্তনের কথা।

ভারতের পুনের পিচে সাধারণত রানবন্যার পসরা দেখা যায়। সেই হিসেবে দলে বাড়তি বোলার খেলানোর কথাও ভাবছেন টাইগারদের প্রধান কোচ হাথুরু। গতকাল সংবাদ সম্মেলনে বলছিলেন, ‘ভারতের বিপক্ষে আমাদের ভিন্ন পরিকল্পনা আছে। সম্ভবত উইকেট ও কন্ডিশন বিচারে আমরা ভিন্ন সমন্বয় নিয়ে নামব।’

‘এই উইকেটে আদর্শ হচ্ছে বাড়তি বোলার নিয়ে খেলা। কারণ উইকেট খুব ভালো থাকবে। এবং ভারতের ব্যাটিং লাইন-আপ খুব শক্তিশালী। কাজেই আমরা এই বিষয়টা বিবেচনায় রাখছি।’-যোগ করেন হাথুরু।

সেই হিসেবে ওপেনার তানজিদ হাসান তামিমের বাদ পড়ার সম্ভাবনা অনেক। সেক্ষেত্রে একাদশে আসবেন একজন বোলার। নাসুম আহমেদ নাকি শেখ মেহেদী। ধারণা করা হচ্ছে শেখ মেহেদীই সুযোগ পাবেন একাদশে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore