Friday 17 May, 2024

For Advertisement

বিশ্বকাপে নামার আগে বাংলাদেশের দুঃসংবাদ

6 October, 2023 10:16:08

ওয়ানডে সুপার লিগের টেবিলে তিন নম্বরে থেকেই বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। নতুন স্বপ্ন নিয়ে আগামী ৭ অক্টোবর তারা এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে। তার আগেই আইসিসির কাছ থেকে দুঃসংবাদ পেয়েছে সাকিব আল হাসানের দল। মূলত ঘরের মাঠ ও বাইরে ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স আশানুরূপ হয়নি। তাই তো দলীয় র‌্যাংকিংয়ে একধাপ পিছিয়েছে টাইগাররা।

আগের আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে আজ (বৃহস্পতিবার) পর্দা উঠল ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের। এদিন হালনাগাদকৃত নতুন দলীয় র‌্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। কয়েকদিন আগেই তিন ফরম্যাটের শীর্ষে উঠেছিল ভারত। ওয়ানডেতে বিশ্বকাপের আয়োজক দেশটির অবস্থান এখনও অপরিবর্তিত রয়েছে। তবে দীর্ঘদিন ধরে সাত নম্বরে থাকা বাংলাদেশ নেমে গেছে আটে।

টাইগারদের স্থান দখল করেছে সর্বশেষ এশিয়া কাপের রানার্স-আপ শ্রীলঙ্কা। তবে বাংলাদেশের সঙ্গে তাদের ব্যবধান খুব বেশি নয়। সে কারণে বিশ্বকাপের প্রতি সপ্তাহে হালনাগাদ করা র‌্যাংকিংয়ে তারা সাত নম্বরচ্যুত হওয়ার বেশ সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ও লঙ্কানদের র‌্যাটিং এখন একই, ৯২। তবে পয়েন্টের (৩৫১২) হিসাবে লঙ্কানরাই এগিয়ে, বাংলাদেশের পয়েন্ট ৩২০৯।

অন্যদিকে, র‌্যাংকিংয়ে আর কোনো দলের অবস্থান পরিবর্তন হয়নি। শীর্ষে থাকা ভারতের পর যথাক্রমে অবস্থান পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের। আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের অবস্থান যথাক্রমে ৯ ও ১০ নম্বরে। ক্যারিবীয়দের বিদায় করে দিয়ে বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেওয়া নেদারল্যান্ডস ১৪ নম্বরে রয়েছে।

আগামী ৭ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ধর্মশালায় ম্যাচটি শুরু হবে সকাল ১১টায়। একই ভেন্যু ও সময়ে ১০ অক্টোবর টাইগাররা ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে নামবে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore