For Advertisement
রিজার্ভ ডেতে সোমবার আইপিএল ফাইনাল

রবিবার (২৮ মে) বাংলাদেশ সময় রাত ৮টায় হওয়ার কথা ছিল আইপিএল ফাইনাল।টানা বৃষ্টিতে চেন্নাই সুপার কিংস-গুজরাট টাইটানসের মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচটি মাঠেই গড়ানো যায়নি। করা যায়নি টসও। ফলে রিজার্ভ ডেতে চলে গেছে এই ম্যাচ। সোমবার (২৯ মে) একই সময়ে এই ম্যাচটি মাঠে গড়াবে। সেটা হবে পুরো ২০ ওভারেরই।
আহমেদাবাদে সোমবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সেটা হওয়ার কথা ম্যাচের আগ দিয়ে। ফলে পুরো ম্যাচ হবে বলেই আশা করা হচ্ছে।টুর্নামেন্টের আগেই ফাইনালের জন্য নির্ধারিত ছিল রিজার্ভ ডে। আয়োজকরা চেয়েছিল ম্যাচটা আজকেই নিষ্পত্তি করতে। সেটা হয়নি টানা প্রবল বৃষ্টির কারণে। অন্তত ৫ ওভারের ম্যাচ হওয়ার জন্য শেষ সময় নির্ধারিত ছিল বাংলাদেশ সময় রাত ১২টা ৩৬ মিনিট। কিন্তু আম্পায়ারদের কথাতেই জানা যায়, বৃষ্টি বন্ধ হলেও এই সময়ের মধ্যে মাঠ প্রস্তুত সম্ভব নয়। ফলে আজকের মতো স্থগিত ঘোষণা করা হয় খেলা।
Latest
For Advertisement
- প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
-
- গোলাম কিবরিয়া খান (রাজা),
-
- হাসিনা রহমান শিপন,
- রাশিকুর রহমান রিফাত
Developed by WebsXplore