ইন্টারনেট
হোম / খেলাধুলা / বিস্তারিত
ADS

শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা বাংলাদেশের, বিশ্রামে অভিজ্ঞরা

19 April 2023, 12:11:41

শ্রীলঙ্কার মাটিতে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে এবং তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজটি আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের অংশ।

এবার শ্রীলঙ্কা সফরে দলেরদুই সিনিয়র ক্রিকেটার সালমা খাতুন আর রুমানা আহমেদকে বিশ্রাম দিয়ে দল সাজিয়েছেন নারী দলের নির্বাচক। এই প্রথমবার এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের একজনও নেই টাইগ্রেস স্কোয়াডে। মূলত এই বছর কয়েকটি গুরুত্বপূর্ণ সিরিজ থাকাতেই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। দুই অভিজ্ঞর সঙ্গে এই সিরিজে বিশ্রামে থাকছেন তরুণ বাঁহাতি পেসার মারুফা আক্তারকেও রাখা হয়েছে বিশ্রামে।

দল ঘোষণার পর এক ভিডিও বার্তায় নারী দলের নির্বাচক মনজুরুল ইসলাম জানিয়েছেন, সালমা এবং রুমানাকে বিশ্রাম দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে দুজন মিলে মোট ২৭৪টি ম্যাচ খেলেছেন। ব্যস্ত শিডিউলের কথা মাথায় রেখেই এই দুই অভিজ্ঞ ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

আগামী ২৫ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে নারী দল।২৭ এপ্রিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে একটি অনুশীলন ম্যাচ খেলবে জ্যোতিরা। এরপর ২৯ এপ্রিল শুরু হবে দুই দলের ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজের পর পাঁচ দিনের বিরতি দিয়ে ৯ মে থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। দুই সিরিজেরই সবগুলো ম্যাচ হবে কলম্বোতে। ওয়ানডে সিরিজের ভেন্যু সার ওভাল আর টি-টোয়েন্টি সিরিজ হবে এসএসসি গ্রাউন্ডে।

বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, মুরশিদা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার মেঘলা, সোবহানা মোস্তারি, লতা মন্ডল, স্বর্না আক্তার, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রিতু মনি, দিশা বিশ্বাস, রাবেয়া খান, সুলতানা খাতুন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: