ইন্টারনেট
হোম / খেলাধুলা / বিস্তারিত
ADS

সিরিজ জয়ের মিশনে আজ মাঠে নামছে টাইগাররা

23 March 2023, 11:13:02

ইংলিশ বধের পরে এবার চোখ পরেছে আইরিশদের উপর। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর সিরিজ নিশ্চিত হতে পারতো দ্বিতীয় ওয়ানডেতেই। তবে বৃষ্টি সেই ম্যাচে পুরোপুরি পন্ড করে দেয়। যে কারণে সিরিজ জয়ের জন্য সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। আজ জিতলেই নিশ্চিত হয়ে যাবে সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্থানীয় সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

প্রথম ম্যাচে আইরিশদের বিপক্ষে বেশ দাপুটে জয় পায় বাংলাদেশ। তবে ৩৫০ দ্বিতীয় ম্যাচে আইরিশদের ৩৫০ রানের টার্গেট দিলেও বৃষ্টি আর সেই ম্যাচ এগুতে দেয়নি।

এর আগে বুধবার বাংলাদেশের দলের ক্রিকেটাররা সেরেছেন দলীয় অনুশীলন। এদিন মেহেদী হাসান মিরাজকে পূর্ণ ফিট অবস্থায় দেখা গেছে। নেটে করেছেন বোলিং অনুশীলন। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ভালো সময় যাচ্ছে না তামিম ইকবালের। যে কারণে এদিন নেটে ব্যাট হাতে ব্যস্ত সময় পার করেছেন টাইগার এই অধিনায়ক।

এবাদত হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদরা করেছেন বোলিং অনুশীলন। নাজমুল হোসেন শান্তকেও দেখা গেছে বোলিং অনুশীলন করতে। তবে অনুশীলনে ছিলেন না মুশফিকুর রহিম। ছেলে অসুস্থ থাকায় ছুটি নিয়ে গিয়েছিলেন ঢাকায়। তবে ইতোমধ্যে ফিরেছেন টিম হোটেলে। এদিকে ব্যক্তিগত কাজ থাকায় ছিলেন না সাকিব আল হাসানও।

তবে সাকিবও যোগ দিয়েছেন দলের সঙ্গে। চন্ডিকা হাথুরুসিংহে এবং অ্যালান ডোনাল্ডের অধীনে ম্যাচের আগের এদিন বেশ ভালোই নিজেদের ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা।

শেষ ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হ্রদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: