Saturday 18 May, 2024

For Advertisement

অবসরে যাচ্ছেন আশরাফুল

4 March, 2023 6:38:15

দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন একসময়ের দেশসেরা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর খেলেই অবসরে যাচ্ছেন তিনি। সংবাদমাধ্যমকে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

৩৮ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার ডিপিএলে এবারের মৌসুমে খেলবেন সাকিব আল হাসানের মোহামেডানের হয়ে। প্রায় দুই যুগের খেলোয়াড়ি জীবনে এখন পর্যন্ত ২৭৯টি লিস্ট এ ম্যাচ খেলেছেন আশরাফুল। ১১টি সেঞ্চুরি এবং ৩১টি হাফ সেঞ্চুরিতে করেছেন ৬ হাজার ১৫৮ রান। গড় ২৫.৪৪। মোহামেডানের হয়ে সর্বোচ্চ খেলেছেন ১৪১ রানের অপরাজিত ইনিংস।

নিজের অবসর প্রসঙ্গে আশরাফুল বলেন, ‘এটাই আমার ঢাকা প্রিমিয়ার লিগে শেষ মৌসুম। এই মৌসুমের পর ঘরোয়া ক্রিকেটে সীমিত ওভারের ম্যাচ থেকে অবসরে যাচ্ছি। আর সামনে যে বিসিএল, এনসিএল আছে; সেগুলো হবে লঙ্গার ভার্সনে আমার শেষ মৌসুম। আমি ঘরোয়া ক্রিকেটের সব ধরনের জায়গা থেকে অবসরে যাওয়ার পরিকল্পনা করেছি। এবারই আমার শেষ করে দেয়ার ইচ্ছে।’

এই ক্রিকেটার আরও বলেন, ‘আমি চাচ্ছিলাম বড় দল থেকেই অবসর নিতে। যেহেতু আমি ছোটবেলা থেকেই এই দলটার (মোহামেডান) সমর্থক। মোহামেডান যখন শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল ২০০৯ সালে, আমি সেই দলে খেলেছিলাম। চেষ্টা করব ভালমতো শেষ করতে, আবার যেন আমরা চ্যাম্পিয়ন হতে পারি সেই লক্ষ্য নিয়ে খেলব।’

প্রথম শ্রেণির ক্যারিয়ারে আশরাফুল খেলেছেন ১৮৩টি ম্যাচ। সেখানে ২১টি সেঞ্চুরি এবং ৪২টি হাফ সেঞ্চুরিসহ ২৮.৬৩ গড়ে ৯ হাজার ১৯২ রান করেছেন তিনি।

২০১৩ সালের মে তে শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে খেলেন আশরাফুল। তারপর ফিক্সিং কান্ডে ৫ বছরের জন্য নিষিদ্ধ হওয়ায় আর জাতীয় দলেই ফেরা হয়নি তার।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore