
আজ মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান

মহিলা টি২০ বিশ্বকাপ ক্রিকেটর অষ্টম আসর মাঠে গড়াবে ১০ ফেব্রুয়ারি। তার আগে আর একটু ভালোভাবে ঝালিয়ে নিতে আজ দক্ষিণ আফ্রিকার কেপটাউনে পাকিস্তানের মুখোমুখি হচ্ছেন নিগার সুলতানা জ্যোতিরা। এ ছাড়াও আজ হট ফেভারিট অস্ট্রেলিয়া খেলবে ভারতের বিপক্ষে, স্বাগতিক দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ ইংল্যান্ড আর নিউজিল্যান্ড মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের।
কেপটাউনে সোমবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। এর আগে অফিশিয়াল এক ফটোশ্যুটে বাংলাদেশি অধিনায়ক নিগার সুলতানা তাদের লক্ষ্যের কথা জানান। ২০১৪ বিশ্বকাপে বাংলাদেশ ৩ রানে হারিয়েছিল শ্রীলঙ্কাকে। এরপর ২০১৬, ২০১৮ ও ২০২২ সালের আসরগুলোয় কোনো ম্যাচই জিততে পারেনি। এবার পঞ্চম বিশ্বকাপে জয়ে চোখ নিগারের, ‘বিশ্বকাপে জায়গা পাওয়াটা দারুণ ব্যাপার। আমরা অনেকে বহুদিন ধরেই খেলছি, তবে এটা আমাদের কেবল পঞ্চম বিশ্বকাপ। ২০১৪ সালের পর এই বিশ্বকাপে আমরা জিততে পারিনি। এবার তাই নিজেদের সেরাটা দিয়ে খেলব। ২০১৮ সালে আমরা এশিয়া কাপ জয়ের পর বাংলাদেশে নারীদের ক্রিকেটে বড় রকমের পরিবর্তন এসেছে। কদিন আগে নিউজিল্যান্ড সফরে আমরা অনেক কিছু শিখেছি। বিশ্বকাপে নিজেদের সামর্থ্য দেখানোর অপেক্ষায় আমরা।’
বাংলাদেশের গ্রুপে আছে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। সবাইকে পেছনে ফেলে এবারও দক্ষিণ আফ্রিকায় ষষ্ঠ শিরোপা জেতার লক্ষ্যের কথা জানালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিং, ‘আমরা বর্তমান চ্যাম্পিয়ন। দলের সবাই চায় আরো একটা শিরোপা জিততে। শিরোপার দাবিদার আরো অনেকে আছে। তাই নিজেদের সেরাটা খেলতে হবে সবাইকে।’
বাংলাদেশ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে ৮ ফেব্রুয়ারি।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: