For Advertisement
বাবর এমন একজন ক্রিকেটার, যিনি সবসময় রান করেন

‘বাবর এমন একজন ক্রিকেটার, যিনি সবসময় রান করেন’
পাকিস্তান ক্রিকেটের অধিনায়ক বাবর আজমের অধিনায়কত্ব এবং ব্যাটিং দক্ষতার প্রশংসা করেছেন দেশটির স্পিনার শাদাব খান। তিনি বলেছেন, বাবর এমন খেলোয়াড় যার ব্যাটে সর্বদাই রান আসে। আর এটি সম্ভব হয় অনুশীলনের সময় তার কঠোর পরিশ্রম ও ডেডিকেশনের কারণে।
বাবর আজম সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের হোম সিরিজে ভাল পারফর্ম করেছেন। যেখানে টেস্ট সিরিজে তিনি ২২৬ রান এবং ওয়ানডে সিরিজে ১৪৯ রান করেন।
ক্রিকউইক জানিয়েছে, স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে শাদাব বলেছেন, ‘বাবর অবশ্যই চাপের মধ্যে আছেন। তিনি এমন একজন খেলোয়াড়, যিনি সবসময় রান করেন।’
তবে বাবর আজম চমৎকার নৈপুণ্য দেখালেও জল্পনা ছড়িয়েছে যে, তাকে তিন ফরম্যাটের নেতৃত্ব থেকে সরিয়ে এক বা একাধিক ফরম্যাটে রাখা হতে পারে। তার বিকল্প হিসেবে শান মাসুদের কথা শোনা যাচ্ছে।
আসন্ন পাকিস্তান প্রিমিয়ার লিগে (পিসিএল) বাবর আজম পেশোয়ার জালমির নেতৃত্বেই থাকছেন। আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে ১৯ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে পিসিএল। অপরদিকে, পিসিএলে ইসলামাবাদ ইউনাইটেডের নেতৃত্ব দেবেন শাদাব।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore