ইন্টারনেট
হোম / খেলাধুলা / বিস্তারিত
ADS

২০২৩ সালে বাংলাদেশ দলের ক্রিকেট সূচি

1 January 2023, 8:14:09

বরাবরের মতো ২০২৩ সালেও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য অপেক্ষা করছে ব্যস্ত ক্রিকেট সূচি। এ বছর দ্বিপাক্ষীক সিরিজ খেলতে মাত্র দুবার দেশের বাইরে যাবেন সাকিব আল হাসান, তামিম ইকবালরা। বিপরীতে ঘরের মাঠেই খেলবেন বেশি সংখ্যক সিরিজে।

চলতি বছর ছয়টি দ্বিপাক্ষীক সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। প্রতিপক্ষ ইংল্যান্ড, আয়ারল্যান্ড, আফগানিস্তান এবং নিউজিল্যান্ড। এছাড়াও এ বছর এশিয়া কাপ এবং ওয়ানডে বিশ্বকাপের মতো দুটি টুর্নামেন্টেও অংশ নেবে বাংলাদেশ

২০২৩ সালে বাংলাদেশের আন্তর্জাতিক সূচি শুরু হবে ইংল্যান্ডকে আতিথেয়তা দেওয়ার মধ্য দিয়ে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরটি শেষ হতেই মার্চে টাইগারদের ডেরায় আসবে থ্রি-লায়ন্সরা। সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে ইংলিশ বাহিনী।

স্টোকস-বাটলাররা চলে গেলে মার্চের শেষদিকে বাংলাদেশ সফরে আসবে আয়ারর‌্যান্ড। আইরিশদের বিপক্ষে একটি সাদা পোশাকের ম্যাচের বিপরীতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবেন সাকিব-তামিমরা। এরপর মে মাসেই আয়ারল্যান্ডের উদ্দেশে বিমানে চড়বে বাংলাদেশ। চলতি বছর সেটাই হবে টাইগারদের প্রথম বিদেশ সফর।

ইউরোপ সফরে তিনটি ওয়ানডে এবং চারটি কুড়ি ওভারের ম্যাচ খেলবে বাংলাদেশ। তারপরের মাস অর্থ্যাৎ জুনে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান। রশিদ-নবিদের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

সেপ্টেম্বরে এশিয়া কাপে অংশ নিতে পাকিস্তান যাবে তামিমের দল। এশিয়ার সবচেয়ে বড় টুর্নামেন্টের আসন্ন আসরটি হবে ওয়ানডে ফরম্যাটে। অবশ্য এশিয়া কাপের ভেন্যু নিয়ে এখনও অনেক আলোচনা-সমালোচনা হচ্ছে। শোনা যাচ্ছে, শ্রীলঙ্কার মাটিতেও বসতে পারে এশিয়ার বিশ্বকাপ খ্যাত প্রতিযোগিতাটি।

এরপর সেপ্টম্বরের শেষদিকে তিন ওয়ানডে এবং দুই টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড দল। ওই সিরিজ শেষে একদিনের বিশ্বকাপে অংশ নিতে ভারত যাবে টাইগাররা। ডিসেম্বরে ফিরতি সফরে নিউজিল্যান্ডের বিমানে চড়বে বাংলাদেশ দল।

এই সফর দিয়েই মূলত শেষ হবে টাইগারদের ২০২৩ সাল।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: