For Advertisement
আর্জেন্টিনার বিশ্বকাপ দলে খেলবেন যারা

ফুটবল বিশ্বকাপের সব প্রস্তুতি চূড়ান্ত। সাজসাজ রব কাতারে। গ্যালারিতে বসে সরাসরি খেলা দেখতে দোহায় পৌঁছে গেছেন অনেক ফুটপ্রেমীরা।
nagad-300-250
অংশগ্রহণকারী ৩২ দলের কয়েকটি ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের দেশে চলে গেছেন।
এমন আবহে দল ঘোষণা করেছে শিরোপার অন্যতম দাবিদার আর্জেন্টিনা। শুক্রবার রাতে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি।
যেখানে রয়েছেন পাওলো দিবালা ও ডি মারিয়া। এ দুজনের ভাগ্য খুলবে কি না তা নিয়ে ছিল শঙ্কা। চোটের কারণে দল থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা ছিল এ দুই তারকার।
তবে সেই শঙ্কা উবে গেল শুক্রবার রাতে।
এর আগে ৪৬ জন ফুটবলার নিয়ে প্রাথমিক দল ঠিক করে রেখেছিলেন স্কালোনি।
৮ নভেম্বর সেই তালিকায় আরও কাঁচি চালান তিনি। একেবারে ১৫ জন কমিয়ে ৩১ সদস্যতে ছোট করেন আর্জেন্টাইন কোচ।
শুক্রবার আরও ৫ জনকে ছাটলেন সবশেষ।
আগামী ২২ নভেম্বর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’তে মেসিদের বাকি ২ ম্যাচের প্রতিপক্ষ মেক্সিকো এবং পোল্যান্ড।
আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড-
গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, ফ্রাঙ্কো আরমানি।
ডিফেন্ডার : নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুনা, নিকোলাস ট্যাগলিয়াফিকো, জুয়ান ফয়েথ।
মিডফিল্ডার : রদ্রিগো ডিপল, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, গুইডো রদ্রিগেজ, আলেজান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ, এক্সকুয়েল প্যালাসিওস।
ফরোয়ার্ড : আনহেল ডিমারিয়া, লাউতারো মার্তিনেজ, জুলিয়ান আলভারেজ, পাওলো দিবালা, নিকোলাস গঞ্জালেজ, জোয়াকিন কোরেয়া, লিওনেল মেসি।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore