Saturday 18 May, 2024

For Advertisement

রবিবার দুরন্ত জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ

29 October, 2022 9:05:38

জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই ছন্দপতন বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছে একশরও বেশি রানে। তবে তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চান সাকিবরা। এবার তাদের সামনে রয়েছে দুরন্ত জিম্বাবুয়ে। আগামীকাল(রবিবার) ব্রিসবেনে অনুষ্ঠিতব্য ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়। টি-স্পোর্টস ও জি টিভিতে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে।

আইসিসি র‌্যাঙ্কিং সুবিধা নিয়ে সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। মূলপর্বে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৯ রানে জেতে টাইগাররা। কিন্তু দ্বিতীয় ম্যাচেই হেরেছে বড় ব্যবধানে। ওই ম্যাচে দক্ষিণ আফ্রিকা জেতে ১০৪ রানে বিশাল ব্যবধানে। তাই সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখতে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই।

কিন্তু শক্তিমত্ত্বায় বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকলেও আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নামবে জিম্বাবুয়ে। কেননা চলতি বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে রোডেশীয়রা। প্রথমপর্বের খেলায় চ্যাম্পিয়ন হয়েই উঠেছে বিশ্বকাপের সুপার টুয়েলভে।

শুধু কি তাই, এখন পর্যন্ত মূলপর্বে হারের স্বাদ নেয়নি আফ্রিকান এই দেশটি। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পেয়েছে এক পয়েন্ট। দ্বিতীয় ম্যাচে এসেছে ১ রানের ঐতিহাসিক জয়। পাকিস্তানের বিপক্ষে শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৩০ রান তুলে জিম্বাবুয়ে। জবাবে ১২৯ রানে থামেন বাবর আজমরা।

ফলে পয়েন্ট টেবিলে বাংলাদেশের চেয়ে এক ধাপ এগিয়ে রয়েছে ক্রেইগ আরভিন-সিকান্দার রাজারা। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশকে হারালে উঠে যাবে শীর্ষে। এদিকে ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে অবস্থান টাইগারদের।

তবে দুদলের পরস্পরের মুখোমুখি এগিয়ে রয়েছে সাকিব বাহিনীই। ক্রিকেটের টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত মোট ১৯ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। জয়ের পাল্লা ভারী টাইগারদের। ১২টিতে জিতেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের জয় ৭টিতে। সব মিলিয়ে ১৪১টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেখানে ৪৮টি ম্যাচে জিতেছে, ৯০টিতে হেরেছে তারা। বাকি তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

জিম্বাবুয়ের সম্ভাব্য একাদশ :

ক্রেইগ আরভিন (অধিনায়ক), রায়ান বার্ল, রেগিস চাকাভা, ব্রাডলি ইভান্স, লুক জঙ্গি, ওয়েসলি মাধেভেরে, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা ও শন উইলিয়ামস।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore