Wednesday 24 April, 2024

For Advertisement

থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা

24 September, 2022 6:38:17

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব অনেকটা সহজ ভাবেই পেরিয়ে গেলো বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইপর্বের সেমিফাইনালে থাইল্যান্ডকে ১১ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এই জয়ের ফলে আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করে টাইগ্রেসরা।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনাল নিশ্চিত করার ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে হারিয়ে বাংলাদেশ নারী দল সংগ্রহ করে ১১৩ রান। মাঝারি লক্ষ্যকে তাড়া করতে নেমে ১০২ রানেই গুটিয়ে যায় থাইল্যান্ড নারী দল। ফলে ১১ রানের জয় পায় বাংলাদেশ নারী ক্রিকেট দল।

থাইল্যান্ড এদিন ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে ধুঁকতে থাকে। এরপর একাই মাঠে বুক চিতিয়ে লড়াই করেন আরেক ওপেনার নাট্টাকান চানথাম। শেষ পর্যন্ত এ ব্যাটার আউট হওয়ার আগে খেলেন ৫১ বলে ৬৪ রানের ইনিংস। এছাড়া শেষ দিকে সরনারাইন টিপচ ১০ রান করে শুধু হারের ব্যবধানই কমিয়েছেন থাইল্যান্ডের। টাইগ্রেসদের হয়ে সালমা খাতুন ৩ উইকেট নেন, এছাড়া সানজিদা আক্তার মেঘলা শিকার করেন ২ উইকেট।

এর আগে দিনের প্রথমে ব্যাট করতে নেমে ধীরগতিতে শুরু হয় বাংলাদেশের ইনিংস। ওপেনার শামীমা সুলতানা ১৭ বল খেলে করেন ১১ রান। এছাড়া আরেক ওপেনার মুর্শিদা করেন ৩৫ বলে ২৬ রান। অধিনায়ক জ্যোতিও এদিন বড় ইনিংস খেলতে ব্যর্থ হন, করেন ১৭ রান। একসময় স্কোরবোর্ড ১০০ রান যোগ করাই কষ্টসাধ্য ব্যাপার হয়ে গিয়েছিল বাংলাদেশের জন্য।

মিডল অর্ডার ব্যাটার রোমানা আহমেদ ২৪ বলে ২৮ রানের ইনিংসে বাংলাদেশের রানরেট টেনে তোলার চেষ্টা করেন। সঙ্গে শেষদিকে ব্যাটার রিতু মনির ছোট ক্যামিওর (১০ বলে ১৭ রান) উপর ভর করে টাইগ্রেসদের স্কোরবোর্ড রান দাঁড়ায় ১১৩। সে পুঁজি সামলে দারুণভাবেই বিশ্বকাপ নিশ্চিত করে ফেলে বাংলাদেশ।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore