Friday 26 April, 2024

For Advertisement

আইপিএলে ফিরেই ওয়ার্নারকে টপকে গেলেন রায়না

11 April, 2021 11:06:31

মুম্বাইয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে শুভ সূচনা করেছে দিল্লি ক্যাপিটালস। পৃথ্বী-ধাওয়ানের তাণ্ডবে নিজেদের প্রথম ম্যাচ অনায়াসে জিতেছে গত আসরের ফাইনালিস্ট দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচের মধ্য দিয়ে ফের আইপিএলে ফিরেছেন সুরেশ রায়না।

গত আসরে ব্যক্তিগত কারণে আইপিএলে খেলেননি রায়না। গতকাল প্রত্যাবর্তন ম্যাচেই খেলেছেন ৩৬ বলে ৫৪ রানের ইনিংস। হাঁকিয়েছেন ৪টি বিশাল ছক্কা। আইপিএলে ছক্কা মারার দিক দিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদের অজি তারকা ডেভিড ওয়ার্নারকে টপকে গেলেন রায়না, ছুঁয়ে ফেললেন মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যারিবীয় অলরাউন্ডার কাইরন পোলার্ডকে।

আইপিএলে এ পর্যন্ত ১৯৫টি ছক্কা মেরেছেন ওয়ার্নার। গতকালের ৪টি ছক্কাসহ রায়নার মোট ছক্কা ১৯৮টি। পোলার্ডও মেরেছেন ১৯৮টি ছক্কা।

আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ৩৪৯টি ছক্কা মারার রেকর্ড রয়েছে ক্রিস গেইলের নামে। এবি ডি ভিলিয়ার্স মেরেছেন ২৩৭টি ছক্কা। তালিকায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে মহেন্দ্র সিং ধোনি (২১৬) রোহিত শর্মা (২১৪) ও বিরাট কোহলি (২০১)।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore