Thursday 25 April, 2024

For Advertisement

এই প্রথম লজ্জার ইতিহাস গড়লো বার্সেলোনা

26 April, 2022 12:01:43

সাম্প্রতিক সময়ে খারাপ দিন কটাছে বার্সেলোনার। গত রবিবার ঘরের মাঠে রায়ো ভায়োকানোর মুখোমুখি হয়েছিল তারা। সেই ম্যাচে ১-০ ব্যবধানে হেরে গেছে বার্সেলোনা। এর মধ্য দিয়ে লজ্জার রেকর্ড গড়েছে কাতালানরা। ক্লাবটির ইতিহাসে এই প্রথম ঘরের মাঠে তারা টানা তিন ম্যাচ হারলো। ম্যাচের সপ্তম মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন ভায়োকানোর আলভারো গ্রাসিয়া। নিজেদের গৌরবময় ইতিহাসের কোনও মৌসুমেই এমন নজির ছিল না স্প্যানিশ জায়ান্টদের।

প্রথমে উয়েফা ইউরোপা লিগে তারা এইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের কাছে হেরেছে ৩-২ গোলে। এরপর লা লিগায় গেল সোমবার হার মানে কাদিজের কাছে। আর রোববার হার মানলো রায়ো ভায়োকানোর বিপক্ষে। এর আগে ১৯৯৮ সালে তারা ঘরের মাঠে টানা তিন ম্যাচ হেরেছিল। তবে সেটা দুই মৌসুম মিলিয়ে। এবার এক মৌসুমেই হারের লজ্জার রেকর্ড গড়লো। শুধু তাই নয়, ভায়োকানো এ নিয়ে দুই লেগই জিতলো বার্সার বিপক্ষে। গেল বছরের অক্টোবরে ঘরের মাঠে তারা কাতালানদের হারিয়েছিল ১-০ গোলে।

এখন হেরে যাওয়ায় সেরা চার নিয়ে নড়বড়ে অবস্থায় পড়ে গেছে বার্সা। অবশ্য ভায়োকানোর বিপক্ষে বার্সেলোনার হারে সুবিধা হয়েছে রিয়াল মাদ্রিদের। ৩৩ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে বার্সা, সেভিয়ারও পয়েন্ট ৬৩। ৬১ পয়েন্ট নিয়ে চারে রয়েছে আতলেতিকো মাদ্রিদ। পাঁচে থাকা রিয়াল বেতিসেরও সংগ্রহ ৫৭ পয়েন্ট। আর সেরা চার দলই পরের মৌসুমে খেলবে চ্যাম্পিয়নস লিগ।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore