ইন্টারনেট
হোম / খেলাধুলা / বিস্তারিত
ADS

সেমিফাইনালে উঠতে নিউজিল্যান্ডের প্রয়োজন ১২৫ রান

7 November 2021, 6:00:17

বাঁচা-মরার ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নাজিবুল্লাহ জাদরানের দুর্দান্ত ব্যাটিংয়ের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করেছে আফগানিস্তান দল। ফলে সেরা চারে পাকিস্তানের সঙ্গী হতে হলে কিউইদের করতে হবে ১২৫ রান।

আবুধাবিতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবি। কিন্তু প্রথমে ব্যাট করতে নেমে কিউই পেসারদের দাপুটে বোলিংয়ে সুবিধা করতে পারছে না আফগানিস্তান। অ্যাডাম মিলনের বলে ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে মাত্র ৪ রান তুলে সাজঘরে ফেরেন দলীয় ওপেনার মোহাম্মদ শেহজাদ।

পরের ওভারে ফেরেন আরেক ওপেনার হজরতউল্লাহ জাজাই। ব্যক্তিগত ২ রানে ট্রিন্ট বোল্টের বলে মিচেল স্যাটনারের হাতে ক্যাচ তুলে দেন তিনি। পাওয়ার প্লের শেষ ওভারে আরও একটি উইকেট হারায় আফগানরা। ব্যক্তিগত ৬ রানে টিম সাউদির করা বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন রহমানুল্লাহ গুরবাজ। এরপর গুলবাদিন নায়েব ফেরেন ১৫ রানে।

চার উইকেট হারিয়ে চাপে পড়া দলের একাই হাল ধরেন মিডলঅর্ডার ব্যাটসম্যান নাজিবুল্লাহ জাদরান। কিছুক্ষণ তার সঙ্গ দেন অধিনায়ক মোহাম্মদ নবি। এ সময় দুজন মিলে গড়েন ৫৯ রানের জুটি। ২০ বলে ১৪ রান করে আউট হন নবি।

এদিকে আপনতালে ব্যাট করতে থাকা নাজিবুল্লাহ জাদরান তুলেন নেন ব্যক্তিগত অর্ধশতক। ট্রেন্ট বোল্টের বলে আউট হওয়ার আগে করেন ৭৩ রানের ক্যামিও ইনিংস। মাত্র ৪৮ বলে খেলা তার এই ইনিংসটি ৬টি এবং ৩টি ছয়ে সাজানো। এছাড়া ২ রানে করিম জানাত এবং ৩ রানে রশিদ খান আউট হন। আর শূন্যরানে অপরাজিত থাকেন মুজিব উর রহমান।

এদিকে নিউজিল্যান্ডের পক্ষে মাত্র ১৭ রানের খরচায় সর্বোচ্চ তিনটি উইকেট নেন ট্রেন্ট বোল্ট। ২৪ রানের খরচায় দুটি উইকেট নেন টিম সাউদি। এছাড়া একটি করে উইকেট নেন তিনজন বোলার।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: