Saturday 18 May, 2024

For Advertisement

হাইভোল্টেজ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ

31 October, 2021 5:21:26

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে শুরুটা ভালো হয়নি ভারত ও নিউজিল্যান্ডের। উভয়েই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে পাকিস্তানের কাছে। আজ প্রথম জয়ের লক্ষ্য এবং সেমিফাইনালের পথে এগিয়ে থাকার লড়াইয়ে উইলিয়ামস-বোল্টদের বিপক্ষে নামবেন বিরাট-রোহিতরা।

পাকিস্তানের কাছে হারের স্মৃতি ভুলে বিশ্বকাপে প্রথম জয়ের সন্ধানে থাকা দল দুটি লড়বে দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। খেলাটি সরাসরি দেখাবে জিটিভি ও টি-স্পোর্টস।

শক্তিমত্তার বিচারে এগিয়ে থাকা ভারত অবশ্য বিশ্বকাপ পরিসংখ্যানে অনেক পিছিয়ে। বৈশ্বিক আসরটিতে দুইবারের দেখায় প্রতিবারই ভারতকে হারিয়েছে নিউজিল্যান্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তারা লড়েছেন সমানে সমান। ১৬ ম্যাচে উভয়েই জিতেছে আটটি করে ম্যাচ।

গ্রুপ-২ টানা তিন জয়ে ইতোমধ্যেই সেমিফাইনালের পথে রয়েছে পাকিস্তান। এবার দ্বিতীয় সেমিফাইনালিস্টের খোঁজার লড়াই! আজ নিউ জিল্যান্ডের মুখোমুখি হয়েছে বিরাট কোহলির ভারত। যারা জিতবেন তারাই এগিয়ে থাকবেন সেমিফাইনালের পথে।

এমন সমীকরণের ম্যাচে ভারত দলে খুব বেশি পরিবর্তন দেখা নাও যেতে পারে। তবে পেসার ভুবেনশ্বর কুমারের জায়গায় খেলতে পারেন দুর্দান্ত ফর্মে থাকা শার্দুল ঠাকুর। চোট শঙ্কায় রয়েছে অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। সে দলে থাকলেও বল করতে দেখা নাও যেতে পারে। সেক্ষেত্রে প্রয়োজনে বল হাতে নিতে পারেন ভারত দলের অধিনায়ক বিরাট কোহলি।

পাকিস্তানের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচ থেকে নিউজিল্যান্ড দলেও আসতে পারে পরিবর্তন। পেসার টিম সাউদির বদলে এদিন একাদশে ফিরতে পারেন অ্যাডাম মিলনে। এদিকে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং করলেও গোড়ালির চোটে ফিল্ডিং করেননি অভিজ্ঞ ওপেনার মার্টিন গাপটিল। তবে তাকে একাদশে পাবার ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। কিউইদের হয়ে এদিনও ওপেন করতে পারেন ড্যারিল মিচেল। চারে নামতে পারেন জিমি নিশাম।

পাকিস্তানের বিপক্ষে জয়ের আশা জাগিয়েও অবশ্য হার মানতে হয় ব্লাক ক্যাপসদের। তাই তাদের আত্মবিশ্বাসের চিড় ধরেনি। অধিনায়ক কেন উইলিয়ামস ভারতের বিপক্ষে জয় পাওয়ার ব্যাপারে অনেক আশাবাদী। ‘পাকিস্তানের বিপক্ষে হারেও আমরা বিচলিত নই। ভারতের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী আমরা। দলের সবাই জয়ের জন্য মুখিয়ে আছে।’

নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত অধিনায়কের চোখ শুধুই জয়ে। ম্যাচ পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে নিতে হবে। নিউ জিল্যান্ডের বিপক্ষে জিততে হলে, ব্যাটারদের বড় ইনিংস খেলতে হবে। আর বোলারদের আরও উন্নতি করতে হবে।’

ভারত সম্ভাব্য একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, হার্দিক পাণ্ডিয়া, বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরাহ, ভুবেনশ্বর কুমার/শার্দুল ঠাকুর, এবং মোহাম্মদ শামি।

নিউজিল্যান্ড সম্ভাব্য একাদশ: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, টিম সেইফোর্ট (উইকেটরক্ষক), মিচেল স্যান্টনার, ইশ সোধি ও টিম সাউদি/অ্যাডাম মিলনে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore