Sunday 19 May, 2024

For Advertisement

আইপিএল ফাইনালে চেন্নাই-কেকেআরের সম্ভাব্য একাদশ

15 October, 2021 6:19:40

ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের ১৪তম আসরের ফাইনালে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স।

শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাইয়ে খেলাটি শুরু হবে। অতীতে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে তিনবার আইপিএল শিরোপা জিতে নেয় চেন্নাই। এছাড়া রেকর্ড পাঁচবার রার্নসআপ হয় চেন্নাই। আইপিএলের ১৪ আসরের মধ্যে এ নিয়ে নয়বার ফাইনালে খেলছে ধোনির দলটি।

অন্যদিকে অতীতে দুইবার গৌতম গম্ভীরের নেতৃত্বে আইপিএল শিরোপা জিতে নেয় কলকাতা নাইট রাইডার্স। তৃতীয়বারের মতো ফাইনালে খেলছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিটি। এবারের ফাইনালে কেকেআরের নেতৃত্ব দিচ্ছেন ইংল্যান্ডকে প্রথমবার বিশ্বকাপ ট্রফি উপহার দেওয়া ইয়ন মরগান।

এর আগে ২০১২ সালে গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন কেকেআরের বিপক্ষে হেরে ট্রফি হাতছাড়া করে ধোনির চেন্নাই। এবার হয়তো নেই হতাশা কাটাতে চাইবেন ধোনি।

চলতি আইপিএলে ফাইনালের আগে দুইবারের সাক্ষাতে চেন্নাইয়ের কাছে হেরে যায় কেকেআর। গ্রুপপর্বের সেই হারের প্রতিশোধ ফাইনালে হয়তো নিতে চাইবেন মরগানরা।

তবে দুই দলের অতীত সমীকরণে একধাপ এগিয়ে চেন্নাই। কলকাতা-চেন্নাই ২৬ বার মুখোমুখি হয়েছে। ১৭ বার জিতেছে মহেন্দ্র সিং ধোনির দল। কেকেআর জিতেছে ৯ বার।

কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য একাদশ: ভেঙ্কটেশ আইয়ার, শুভমান গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান (অধিনায়ক), আন্দ্রে রাসেল, সুনীল নারিন, দীনেশ কার্তিক, ‍লুকি ফার্গুসন, শিবম মাভি ও বরুণ চক্রবর্তী।

চেন্নাই সুপার কিংস সম্ভাব্য একাদশ: ঋতুরাজ গায়কওয়াদ, ফাফ ডু প্লেসি, মইন আলি, আম্বাতি রাইডু, রবিন উথাপ্পা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, শার্দুল ঠাকুর, ডোয়েন ব্র্যাভো ও জশ হ্যাজেলউড।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore