- দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ
- হাইকোর্টে জিতলেন ইউনূস, রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদনের প্রস্তুতি
- নির্বাচনে যে দলের প্রার্থী হলেন হিরো আলম
- তফসিল পুর্নর্নির্ধারণের কোনো সুযোগ নেই:ইসি সচিব
- যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার মারা গেছেন
- শেখ হাসিনার সঙ্গে দুটি ইসলামিক দলের নেতৃবৃন্দের বৈঠক
- নৌকার মনোনয়ন পেলেন বিএনপি নেতা শাহজাহান ওমর
- আ.লীগের প্রার্থী হওয়ায় শাহজাহান ওমরকে বিএনপি থেকে বহিষ্কার
- পদ ছাড়লেন সালাউদ্দিন
- ষষ্ঠ শ্রেণিতে রেজিস্ট্রেশন শেষ হচ্ছে আজ

ভারতীয় ক্রিকেটে ফের দুর্নীতি

ভারতীয় ক্রিকেটে ফের দুর্নীতির কালো ছায়া। টাকা থাকলেই নাকি আইপিএল বা রাজ্য দলে খেলা যায়। দলে সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে উঠতি ক্রিকেটারদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বেশ কিছু ব্যক্তির বিরুদ্ধে।
ইতোমধ্যে কুলবীর রাওয়ত নামে এক কোচকে আটক করা হয়েছে। তিনি স্বীকার করেছেন, ৮ থেকে ৯ জন ক্রিকেটারের কাছ থেকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছেন। জেরার মুখে রাওয়ত উল্লেখ করেছেন বিকাশ প্রধানের নাম, যিনি সিকিম ক্রিকেট সংস্থার নির্বাচক।
কুলবীর রাওয়ত ও আশুতোষ বোরা নামে এক ব্যক্তির বার্তা আদান-প্রদানের খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। সেখান থেকে বেশ কিছু বড় নাম উঠে এসেছে। জানা যায়, উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থার সহ-সভাপতি মহিম বর্মা, নির্বাচক আক্রম খান এবং উত্তরাখন্ড ক্রিকেট সংস্থার সিইও আমন এ চক্রের সঙ্গে যুক্ত।
রাওয়ত জানিয়েছেন, উত্তরপ্রদেশ ও উত্তরাখন্ডের ক্রিকেটারদের নির্বাচনে একাধিকবার জড়িত ছিলেন তিনি। তার ব্যাংক হিসাব বিশ্লেষণে দেখা যায়, আশুতোষের অ্যাকাউন্টে একবার ৩৫ লাখ টাকা পাঠিয়েছিলেন রাওয়ত। বোরার অ্যাকাউন্ট থেকে ২ লাখের বেশি টাকা পেয়েছিলেন বিকাশ। তদন্তে অরুণাচল ক্রিকেট সংস্থার সভাপতি নাবাম বিবেকের নামও উঠে এসেছে।
উঠতি ক্রিকেটারদের প্রতারণা করার অভিযোগে গত ৪ সেপ্টেম্বর গুরুগ্রামের পুলিশ একটি দলকে পাকড়াও করে। তারা প্রত্যেকেই একটি স্পোর্টস ম্যানেজমেন্ট সংস্থার সঙ্গে যুক্ত। সেখান থেকেই তদন্তে উঠে এসেছে বড় বড় নাম।
সূত্র: আনন্দবাজার পত্রিকা


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: