Friday 26 April, 2024

For Advertisement

ক্রিকেটে পরাজয়ের দিনে ফুটবলের জয়

23 March, 2021 8:59:27

নিউজিল্যান্ডের মাটিতে আজ মঙ্গলবার ওয়ানডে সিরিজ খুঁইয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। একই দিনে নেপালের মাটিতে অনূর্ধ্ব-২৩ দলকে হারিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্টে শুভসূচনা করলেন জামাল ভূঁইয়ারা। কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে মঙ্গলবার ১-০ গোলে জিতেছে বাংলাদেশ। তবে বাংলাদেশের কেউ গোলের দেখা পায়নি। কিরগিজস্তানের ডিফেন্ডার কুমারবাজ বাইয়ামানের করা আত্মঘাতী গোলই ম্যাচে পার্থক্য গড়ে দেয়।

শুরুর একাদশে নিয়মিত অধিনায়ক জামাল ভূইয়া ছিলেন না। তাই অধিনায়কের আর্মব্যান্ড ওঠে মিডফিল্ডার সোহেল রানার হাতে। ম্যাচের অষ্টাদশ মিনিটে সতীর্থের লং পাস বক্সে নিয়ন্ত্রণ নিলেও ভারসাম্য হারানো মতিন শট নেওয়ার আগেই এক ডিফেন্ডার কর্নারের বিনিময়ে ক্লিয়ার করেন। একটু পর সোহেলের শট ডি-বক্সে এক খেলোয়াড়ের হাতে লাগলে পেনাল্টির আবেদন করেও রেফারির সংকেত পায়নি বাংলাদেশ।

৩০তম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। ডান দিক দিয়ে আক্রমণে ওঠো সাদ উদ্দিনের ক্রস থেকে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই ঠেলে দেন কুমারবাজ। পরের মিনিটে দারুণ সেভ করেন বাংলাদেশ গোলকিপার জিকো। ৫৩তম মিনিটে মতিনের কাট ব্যাকে সোহেলের শট এক ডিফেন্ডার আটকালে ব্যবধান দ্বিগুণ হয়নি। এই জয়ে ২৯ মার্চের ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ। আগামী শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore