টাইগারদের শ্রীলঙ্কা সফরের সূচি চূড়ান্ত
অবশেষে চূড়ান্ত হলো বাংলাদেশ ক্রিকেট দলের আলোচিত শ্রীলঙ্কা সফরের সূচি। দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ২১ এপ্রিল। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ক্যান্ডিতে।
১২ এপ্রিল শ্রীলঙ্কায় যাবে টাইগাররা। ১৭ থেকে ১৮ এপ্রিল নিজেদের মধ্যে ওয়ার্মআপ ম্যাচ খেলবে ডমিঙ্গোর দল। এরপর পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২১ এপ্রিল মাঠে গড়াবে দু’দলের সিরিজ। ২৯ এপ্রিল একই ভেন্যুতে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
গেল বছর অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই সিরিজ। তবে, শ্রীলঙ্কা সরকারের ১৪ দিনের কোয়ারেন্টিনের শর্তে বিসিবি রাজি না হওয়ায়, স্থগিত হয়েছিল সিরিজটি।
এরপর কোয়ারেন্টিন কিছুটা শিথিল করলে, শ্রীলঙ্কা সফরে যায় ইংল্যান্ড দল। করোনা মহামারিতে দ্বিতীয় দল হিসেবে দেশটিতে যাবে বাংলাদেশ।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: