Wednesday 24 April, 2024

For Advertisement

নেপালে ফুটবল দল, অনুশীলনে নামবে আজ

19 March, 2021 10:34:32

নেপালে পৌঁছে উষ্ণ অভ্যর্থনা পেয়েছে বাংলাদেশ ফুটবল দল। গতকাল বিকালে ত্রিভুবন বিমানবন্দরে ফুলের শুভেচ্ছা দিয়ে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা বাংলাদেশের ফুটবলারদের হোটেলে নিয়ে যান। হোটেলে যার যার নামে রুম বুক করা ছিল। সবাই সরাসরি রুমে প্রবেশ করবেন, বের হতে পারবেন না। খাবার রুমের গেটের সামনে রেখে দেওয়া হবে। খেলোয়াড়রা নিজ নিজ রুমে খেয়ে নেবেন।

করোনা টেস্টের জন্য নমুনা নিয়ে যাবে টেস্ট করিয়ে রিপোর্ট আজই প্রকাশ করা হবে। যদি কেউ শনাক্ত হন তাহলে তাকে রুমেই অবস্থান করতে হবে। বাকিরা বিকালে আর্মি মাঠে অনুশীলনে নামবেন। কাঠমান্ডুতে তিনজাতির টুর্নামেন্ট শুরু হবে ২৩ মার্চ। বাংলাদেশ, নেপাল ছাড়াও এই টুর্নামেন্টে খেলছে কিরগিস্তানের অলিম্পিক ফুটবল দল। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বাংলাদেশ খেলবে কিরগিস্তানের অলিম্পিক দলের বিপক্ষে। ২৭ মার্চ নেপালের বিপক্ষে এবং ২৯ মার্চ ফাইনাল। সব খেলা কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে হবে।

আরও পড়ুন:
আজ নেপালে যাচ্ছে ফুটবল দল

গতকাল বাংলাদেশ ফুটবল দল নেপালের রওনা হওয়ার আগে দলের গুরুত্বপূর্ণ ফুটবলার রহমত মিয়া করোনা শনাক্ত হন। বড় ধরনের ধাক্কা লেগেছে দলে। বাংলাদেশ দলের সব ফুটবলারকে টেস্ট করানো হলেও একমাত্র রহমত মিয়া করোনা শনাক্ত হওয়ায় তাকে ছাড়াই ফুটবল দল চলে যায় নেপালে। বাফুফে বলছে রহমত মিয়াকে আরও এক দফা টেস্ট করানো হবে। যদি নেগেটিভ ফল আসে তাহলে ২৩ মার্চ চলে যাবেন নেপালে। সাইফ স্পোর্টিংয়ের ডিফেন্ডার রহমত মিয়া, নেপালে যাওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। কিন্তু করোনা আক্রান্তের খবরে মনটা খারাপ হয়ে গেছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore