- আ.লীগকে বন্ধু বানাতে গিয়ে ভারত বাংলাদেশের মানুষকে শত্রু বানিয়েছে: মেজর হাফিজ
- বিজয় মেলা নিয়ে বিরোধ, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১১
- যুক্তরাষ্ট্র-ভারতের সম্পর্কে ফাটলের ইঙ্গিত, গুরুতর অভিযোগ মোদির বিজেপির
- ভারতের জনগণের উদ্দেশে ১৪৫ নাগরিকের বিবৃতি
- মালয়েশিয়ার কাছে বাংলাদেশে বিনিয়োগ চাইলেন রাষ্ট্রপতি
- বাজার থেকে উধাও সয়াবিন তেল
জয়ের লক্ষ্যে আজ ফের মাঠে নামছে টাইগাররা
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে এক অবিশ্বাস্য জয় পেয়েছে বাংলাদেশ দল। অজিদের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টিতে জয়। পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ আবারো মাঠে নামছে দুদল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
সিরিজি শুরু আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে চারটি টি-টোয়েন্টি খেললেও কোনো জয় ছিল না টাইগারদের। অতপর প্রথম ম্যাচে জয়ের উদ্দেশ্যেই খেলতে নামে রাসেল ডোমিঙ্গো শিষ্যরা। কিন্তু টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। স্টার্ক-হ্যাজলউডদের বোলিং তোপে মাত্র ১৩১ রানেই থেমেছে টাইগারদের ইনিংস।
কিন্তু এই অল্প রানই তুলতে পারেনি অজিরা। নাসুম-সাকিবদের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে অস্ট্রেলিয়া। ফলে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১০৮ রানেই থামে তাদের ইনিংস।
প্রথম ম্যাচ জেতার পর জয়ের ধারা অব্যাহত রাখতেই চাইবেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এজন্য আজ অবশ্যই তাদের ব্যাটসম্যানদের জ্বলে উঠতে হবে। কেননা প্রথম ম্যাচ ব্যাট হাতে খুব একটা ভালো করতে পারেনি রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। এছাড়া ব্যাটিংয়ের পাশাপাশি বোলারদের আরও একবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে।
উল্লেখ্য, সিরিজের পরের তিন ম্যাচ যথাক্রমে ৬, ৭ ও ৯ আগস্ট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ নাইম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ/শরিফুল ইসলাম।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ:
অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, জশ হ্যাজলউড, মইসেস হেনরিকস, মিচেল মার্শ, জস ফিলিপ, মিচেল স্টার্ক, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড (অধিনায়ক) ও অ্যাডাম জাম্পা।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: