- বাজার থেকে উধাও সয়াবিন তেল
- মালয়েশিয়ার কাছে বাংলাদেশে বিনিয়োগ চাইলেন রাষ্ট্রপতি
- ভারতের জনগণের উদ্দেশে ১৪৫ নাগরিকের বিবৃতি
- বিজয় মেলা নিয়ে বিরোধ, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১১
- যুক্তরাষ্ট্র-ভারতের সম্পর্কে ফাটলের ইঙ্গিত, গুরুতর অভিযোগ মোদির বিজেপির
- আ.লীগকে বন্ধু বানাতে গিয়ে ভারত বাংলাদেশের মানুষকে শত্রু বানিয়েছে: মেজর হাফিজ
ভারত দলে ফের করোনার হানা
দ্বিতীয় সারির দল নিয়ে শ্রীলংকা সফরে গিয়ে বেশ বিপদে পড়েছে ভারত। নিজেদের ইতিহাসে তৃতীয় সর্বনিন্ম স্কোরের লজ্জার রেকর্ড গড়াসহ সিরিজ পরাজয়ের স্বাদ নিয়েছে টিম ইন্ডিয়া।
তবে মাঠের বাজে পারফরম্যান্সের চেয়েও বেশি করোনায় ক্ষতিগ্রস্থ হয়েছে রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। ক্রুনাল পান্ডিয়া করোনায় আক্রান্ত হওয়ার পর আট খেলোয়াড়ই এখন আইসোলেশনে।
সেই ধকল সামলানোর মধ্যেই ফের করোনার হানা পড়ল ভারত শিবিরে। আরো দুই তারকার করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর। প্রাণঘাতী এই ভাইরাসে এবার আক্রান্ত হয়েছেন- স্পিনার যুজবেন্দ্র চাহাল ও অলরাউন্ডার কৃষ্ণাপ্পা গৌতম।
লঙ্কানদের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টিতে খেলেননি তারা।
জানা গেছে, আক্রান্ত এই তিন খেলোয়াড়কে রেখেই দেশে ফিরছে ভারতীয় দল। আর আইসোলেশনে থাকা ক্রিকেটারদের মধ্যে হার্দিক পান্ডিয়া, মনিশ পান্ডে, দীপক চাহার ও ইশান কিষান দলের সঙ্গে ফিরে যাবেন ভারতে। পৃথ্বি শ ও সূর্য কুমার যাদব শ্রীলংকা থেকেই ইংল্যান্ডের বিমানে উঠবেন।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: