ইন্টারনেট
হোম / খেলাধুলা / বিস্তারিত
ADS

জিততে হলে বাংলাদেশের করতে হবে ২৪১ রান

18 July 2021, 7:37:15

হারারেতে টস জিতে ব্যাট করার পর লড়াকু সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান তুলেছে ব্রেন্ডন টেইলরের দল। আইসিসির নিয়ম অনুযায়ী তিন ম্যাচের সিরিজে প্রতিটি ম্যাচ জয়ী দল পাবে ১০ পয়েন্ট করে। সে হিসাবে ৩০ পয়েন্টের লক্ষ্যে সিরিজের প্রথম ম্যাচ জিতে আগেই ১০ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ দল। আজ (রোববার) সিরিজ জয়ের সঙ্গে আরও ১০ পয়েন্টের জন্য তামিমদের প্রয়োজন ২৪১ রান।

জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন ওয়েসলি মাধভেরে। এছাড়া ব্রেন্ডন টেইলর ৪৬, ডিয়োন মায়ার্স ৩৪ ও সিকান্দার রাজা ৩০ রান করেন। সম্মিলিত প্রচেষ্টায় জিম্বাবুয়ে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছে।

বাংলাদেশের বোলিং ছিল নিয়ন্ত্রিত। শুরু থেকে ধারাবাহিক উইকেট নেওয়ায় চাপে রেখেছিল স্বাগতিকদের। বোলারদের নৈপুণ্যে লক্ষ্য আহামরি বড় হয়নি। শরিফুল ৪ উইকেটে নিয়ে বোলারদের মধ্যে সেরা। সাকিবের পকেটে গেছে ২ উইকেট।

স্কোর: জিম্বাবুয়ে ২৪০/৯, ওভার: ৫০

জিম্বাবুয়ে একাদশ: ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাবা, টেন্ডাই চাতারা, লুক জংওয়ে, ওয়েসলি মাধেভেরে, তিনেশে কামুনহুকম্বে, তাদিওয়ানাশে মারুমানি, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ার্স, রিচার্ড নাগারাবা।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: