Thursday 28 March, 2024

For Advertisement

হারারেতে ইতিহাস লিখলেন রিয়াদ-তাসকিন

8 July, 2021 5:49:16

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের ২য় দিনের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে বাংলাদেশ। যার পুরো কৃতিত্বটা মাহমুদউল্লাহ রিয়াদ আর তাসকিন আহমেদের। দু’জন মিলে ভেঙে দিয়েছেন প্রায় ৯ বছরের পুরনো রেকর্ড।

৯ম উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ডটা এখন রিয়াদ-তাসকিনের দখলে। এর আগের রেকর্ডেরও স্বাক্ষী ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। সেবারও তার সঙ্গী ছিলেন একজন পেসার। তিনি আবুল হাসান। অভিষেকে ১০ নম্বরে ব্যাট করতে নেমে যিনি হাঁকিয়েছিলেন সেঞ্চুরি।

২০১২ সালে খুলনায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সে ম্যাচে ৯ম উইকেটে ১৮৪ রানের জুটি গড়েছিলেন রিয়াদ-আবুল হাসান। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে এবার সেটিও ছাড়িয়ে গেছেন রিয়াদ-তাসকিন। দু’জনে মিলে এবার গড়লেন ১৯১ রানের পার্টনারশিপ।

আবুল হাসান সেবার সেঞ্চুরি করেছিলেন। তবে এবার পারেননি তাসকিন। আউট হয়ে গেছেন ৭৫ রান করে। এরইমধ্যে সেঞ্চুরি তুলে নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। নিজের ৫০ তম ম্যাচ খেলতে নেমে হাঁকিয়েছেন ৫ম সেঞ্চুরি। দীর্ঘ ১৬ মাস পর টেস্ট দলে ফিরে করেছেন ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ।

ইনিংসে আরো একটি রেকর্ড ভেঙেছেন বাংলাদেশের এই ২ ব্যাটসম্যান। হারারেতে ৯ম উইকেটে এর আগে সর্বোচ্চ জুটিটা ছিল পাকিস্তানের মোহাম্মদ ওয়াসিম ও মুশতাক আহমেদের দখলে। সেবার দু’জনে মিলে গড়েছিলেন ১৪৭ রানের জুটি। তাদেরকে ছাড়িয়ে নতুন রেকর্ড লিখলেন রিয়াদ-তাসকিন জুটি।

কেবল তাই নয়, দু’জন মিলে বাংলাদেশকে এনে দিয়েছেন হারারেতে সর্বোচ্চ রানের সংগ্রহ। এর আগে হারারেতে ১ম ইনিংসে কখনো ৪০০ রান করতে পারে নি টাইগাররা। এবার সেটি ৫০০’র সম্ভাবনা দেখাচ্ছিলো এই দু’জনের হাত ধরে। যদিও তাসকিন আউট হওয়ার সেটি এখন বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore