
এবার পুত্র সন্তানের বাবা হলেন সাকিব

দুই কন্যার পর এবার পুত্র সন্তানের বাবা হয়েছেন বিশ্বের অন্যতম সেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রের স্থানীয় একটি হাসপাতালে ছেলে সন্তান প্রসব করেছেন সাকিবের স্ত্রী শিশির। তৃতীয় সন্তান ভূমিষ্ঠের পর ছেলে এবং মা – দুজনেই সুস্থ রয়েছেন। সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতে গেল মাসে যুক্তরাষ্ট্রে গিয়েছেন তিনি।
২০১২ সালের ১২ ডিসেম্বর শিশিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব। এরপর ২০১৫ সালের ৮ নভেম্বর প্রথমবারের মতো বাবা হয়েছিলেন সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডার। সাকিবের প্রথম মেয়ের নাম আলাইনা হাসান।
বছর পাঁচেক পর আবারও কন্যা সন্তানের বাবা হন এই টাইগার অলরাউন্ডার। গেল বছর ২৪ এপ্রিল সাকিব-শিশির দম্পতির ঘরে আসে ইররাম হাসান।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: