লা লিগার দিনক্ষণ চূড়ান্ত
স্প্যানিশ লা লিগার ২০২১-২২ মৌসুমের সূচি চূড়ান্ত হয়েছে। ১৫ আগস্ট থেকে শুরু হবে আসন্ন মৌসুমের খেলা।
১ম দিনেই মাঠে নামছে অংশগ্রহণকারী ২০টি দল। উদ্বোধনী ম্যাচে বার্সেলোনার প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। বর্তমান চ্যাম্পিয়ন অ্যাতলেটিকো মাদ্রিদ তাদের ১ম ম্যাচে মুখোমুখি হবে সেল্টা ভিগোর। আর রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ আলাভেজ।
লিগের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ এল ক্ল্যাসিকোর তারিখও চূড়ান্ত হয়েছে।
চলতি বছরের ২৪ অক্টোবর আসন্ন মৌসুমের ১ম এল ক্ল্যাসিকোতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ফিরতি লেগে দুই দল মুখোমুখি হবে আগামী বছরের ২০ মার্চ।
লিগের আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচ মাদ্রিদ ডার্বির সূচিও চূড়ান্ত। চলতি বছরের ১২ই ডিসেম্বর মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদ। এরপর ফিরতি লেগে দুই দল খেলবে ৮ মে।
৩ অক্টোবর ওয়ান্ডা মেট্রোপলিটানোতে মুখোমুখি হবে দুই শিরোপাপ্রত্যাশী দল বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদ। ৬ ফেব্রুয়ারি ক্যাম্প ন্যুতে ২য় লেগের লড়াইয়ে নামবে তারা।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: