ইন্টারনেট
হোম / খেলাধুলা / বিস্তারিত
ADS

মাহমুদউল্লাহকে টেস্ট দলে নেওয়ার কারণ জানালেন আকরাম

26 June 2021, 6:14:51

জিম্বাবুয়ে সফরের জন্য দল ঘোষণার দুই দিন পর হুট করেই টেস্ট দলে নেওয়া হলো অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে। যিনি গত ১৬ মাস টেস্ট ক্রিকেট খেলেন না। গত বছর লাল ও সাদা বলের জন্য বিসিবির আলাদা কেন্দ্রীয় চুক্তিতে মাহমুদউল্লাহকে শুধু সাদা বলের ক্রিকেটে রাখা হয়েছিল। তাই হুট করে তার টেস্ট দলে ফেরা কৌতুহল উদ্দীপক বটে। তার অন্তর্ভূক্তিতে জিম্বাবুয়ে সফরের জন্য টেস্ট দলের সদস্যসংখ্যা হলো ১৮জন।

মিরপুরে সাংবাদিকদের কাছে মাহমুদউল্লাহকে টেস্ট দলে নেওয়ার কারণ জানান বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান, ‘কাল আমরা জরুরি একটি সভা করেছি। সেখানে নির্বাচকরা ছিলেন, বোর্ড সভাপতি নাজমুল হাসান ছিলেন। আমাদের কিছু চোট সমস্যা দেখা দিয়েছে। তামিমের পায়ে একটু ব্যথা আছে, মুশফিকের আঙুলে একটু সমস্যা আছে। যেহেতু লম্বা সফর আর জিম্বাবুয়ের কন্ডিশন আমাদের জন্য কঠিন, তাই আমরা কোনো ঝুঁকি নিই নাই। তাই স্কোয়াডে একজন সদস্য বাড়িয়েছি।’

চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলার সময় ইনজুরিতে আক্রান্ত হয়েছেন মুশফিকুর রহিম আর তামিম ইকবাল। তবে একমাত্র টেস্টে তাদের খেলার সম্ভাবনা বেশি বলে জানালেন আকরাম, ‘আমরা কোনো ঝুঁকি নিচ্ছি না। ৮০ শতাংশ নিশ্চিত ওরা খেলবে, কিন্তু আমরা কোনো ঝুঁকি নিচ্ছি না। আমরা মুশফিকের কথা বলছি। মুশফিকের জন্য ব্যাকআপ রাখা হয়েছে (মাহমুদউল্লাহ)। এমনকি যদি টিম ম্যানেজমেন্ট চায় ব্যাটসম্যান বেশি খেলাতে, তাহলে তো সে এমনিতেই একাদশে আসতে পারে।’

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: