Monday 20 May, 2024

For Advertisement

চলতি বছর হজ করতে পারবেন ১০ লাখ মুসলিম

9 April, 2022 11:43:21

চলতি বছর ১০ লাখ মুসলিম হজ করতে পারবেন বলে জানিয়েছে সৌদি আরব।

আরব নিউজ জানায়, শনিবার এক টুইটে ১০ লাখ মুসলিম হজ করতে পারবে বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে বর্ধিত হজযাত্রীর এই সংখ্যা কোটা অনুযায়ী সব দেশের মধ্যে ভাগ করে দেওয়া হবে।

এক্ষেত্রে, প্রত্যেক হজযাত্রীদেরকে মানতে হবে দুটি শর্ত।

প্রথমত, হজযাত্রীদের বয়স ৬৫ বছরের নিচে হতে হবে। দ্বিতীয়ত, প্রত্যেকের পূর্ণ ডোজ টিকা নেওয়া লাগবে।আর সৌদি আরবের উদ্দেশে রওনা হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ সনদ লাগবে।

এ ছাড়া, দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, প্রত্যেক হজযাত্রীকে অবশ্যই করোনার স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। হজ পালনের সময় তাদের স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষায় নেওয়া সব ধরনের পূর্বসতর্কতামূলক পদক্ষেপ মেনে চলতে হবে।

দেশটির সরকারি তথ্য অনুযায়ী, করোনা মহামারীর কারণে গত বছর ৫৮ হাজার ৭৪৫ জন মানুষ হজ পালনের সুযোগ পেয়েছিলেন।এর আগে হজযাত্রীদের সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে যেত।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore