ইন্টারনেট
হোম / প্রবাস / বিস্তারিত
ADS

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ মিশনে ডাকাতের হানা

2 June 2021, 9:26:03

দক্ষিণ আফ্রিকায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাংলাদেশিদের ওপর হামলার পর এবার প্রিটোরিয়ায় বাংলাদেশ হাইকমিশনে হানা দিয়েছে সশস্ত্র কৃষ্ণাঙ্গ ডাকাতদল। দক্ষিণ আফ্রিকা থেকে পাওয়া খবরে জানা গেছে, ডাকাতদল হাইকমিশন ভবনের ভেতরে ঢুকতে না পারলেও হাইকমিশন চত্বরে অপেক্ষমাণ সেবাপ্রত্যাশীদের অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তাদের মোবাইল ফোন, পাসপোর্ট, নগদ টাকাসহ কাগজপত্র নিয়ে চলে যায়। হাইকমিশন থেকে ওই দেশটির ‘ডিপ্লোমেটিক পুলিশ’ বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রবাসী এক বাংলাদেশি জানান, বুধবার দুপুরে হাইকমিশন চত্বরে কয়েক জন বাংলাদেশি পাসপোর্ট সেবা নিতে লাইনে দাঁড়িয়ে ছিলেন। সে সময় কয়েকজন কৃষ্ণাঙ্গ সশস্ত্র ডাকাত এসে অস্ত্রের মুখে তাদের কাছে থাকা জিনিসপত্র কেড়ে নেয়।

জানা গেছে, সাম্প্রতিক সময়ে স্থানীয় কর্তৃপক্ষের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কৃষ্ণাঙ্গদের আন্দোলনের সময় প্রবাসী বাংলাদেশিদের ব্যবসাপ্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে। এবার বাংলাদেশ হাইকমিশন চত্বরে ডাকাতদল হানা দিয়েছে। কভিড মহামারির কারণে আফ্রিকায় কৃষ্ণাঙ্গদের বড় অংশই কর্মহীন হয়ে পড়ার পর থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। কয়েক বছর আগে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হাইকমিশনের বাসভবনেও ডাকাতি হয়।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: