ইন্টারনেট
হোম / প্রবাস / বিস্তারিত
ADS

কানাডায় অ্যাপার্টমেন্টে বাংলাদেশি ছাত্রের লাশ, গ্রামের বাড়িতে দাফন

12 May 2023, 7:00:58

কানাডায় ভাড়া বাসা থেকে উদ্ধার হওয়া বাংলাদেশি শিক্ষার্থী ইয়াসিন মোহাম্মদ খান ফাহিমের (২৬) লাশ দেশে এসেছে।

শুক্রবার ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার লাশবাহী কফিন স্বজনরা গ্রহণ করেন। বেলা ১১টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্স গ্রামে পৌঁছলে শত শত মানুষ তাকে এক নজর দেখতে ভিড় করেন।

এ সময় স্বজনদের আহাজারিতে এক হৃদয়বিদায়ক দৃশ্যের অবতারণা হয়।

উচ্চশিক্ষার জন্য হবিগঞ্জের মাধবপুরের আন্দিউড়া গ্রামের জসিম উদ্দিন খানের ছেলে ইয়াসিন মোহাম্মাদ খান ফাহিম কানাডায় যান। সেখানে মন্ট্রিলে থাকতেন। ২৩ এপ্রিল থেকে ফাহিমের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না স্বজনরা। পরে কানাডায় ফাহিমের বন্ধু আরিফুলের সঙ্গে যোগাযোগ করা হয়। ২৬ এপ্রিল ফাহিমের বাসায় গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ পান আরিফুল।

খবর পেয়ে পুলিশ এসে ফাহিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ময়নাতদন্তের পর তার লাশ হিমঘরে রাখা হয়।

পরিবার জানিয়েছে, তিন বছর আগে উচ্চশিক্ষার জন্য ফাহিম কানাডার মন্ট্রিলের একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। সেখানে ডাউন টাউনের একটি অ্যাপার্টমেন্টে তিনি থাকতেন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: