রাজশাহীতে কমছে না করোনার প্রভাব, আরও ৮ জনের মৃত্যু

9 June 2021, 1:26:07

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। মৃতদের চারজন করোনা পজিটিভ ছিলেন, বাকীদের করোনার উপসর্গ ছিল। মৃতদের মধ্যে রাজশাহীর পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন বাসিন্দা রয়েছেন। মঙ্গলবার সকাল থেকে আজ বুধবার (৯ জুন) সকাল পর্যন্ত ৮ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

তিনি জানান, গত ১ জুন থেকে ৮ জুন সকাল পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৮০ জন। এর মধ্যে ৪৫ জনের করোনা পজিটিভ এবং বাকিদের উপসর্গ ছিল।

ডা. সাইফুল ফেরদৌস জানান, বুধবার সকাল পর্যন্ত এ হাসপাতালে ভর্তি রয়েছেন ২৭৭ জন। এর মধ্যে আইসিউতে ১৭ জন। রাজশাহীর ১৩৯, চাঁপাইয়ের ১০২, নওগাঁ ১৩, নাটোর ১৭, পাবনা ৩, কুষ্টিয়া ৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন আরও ৩৫ জন। এর মধ্যে রাজশাহীর ১৭, চাঁপাইনবাবগঞ্জের ৯, নওগাঁর ৩, নাটোরের ৪ ও মেহেরপুরের ১ জন।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।