ভাঙনের মুখে পশ্চিমবঙ্গ বিজেপি!

23 May 2021, 7:49:26

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর ভাঙনের মুখে রাজ্য বিজেপি। ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া অনেক নেতাই এখন ফের ফিরতে চাইছেন মমতার দলে।

আর যারা ফিরছেন না, তারাও বিজেপির নানা সিদ্ধান্তে বিদ্রোহ করছেন। যা নিয়ে রাজ্য বিজেপি পড়েছে চরম অস্বস্তিতে।

বিধানসভা নির্বাচনের আগে দুশ’ আসন নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার ঘোষণা দিয়েছিল বিজেপি। কিন্তু ভোটের পর সেই দাবি ‘ফাঁকা বুলিতে’ পরিণত হয়েছে।

ভোটের আগে হিড়িক পড়েছিল তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার। কিন্তু এখন অনেকেই ফিরতে চাইছেন তৃণমূলে। এরই মধ্যে সাবেক খেলোয়াড় ও বসিরহাটের প্রাক্তন তৃণমূল বিধায়ক দীপেন্দু বিশ্বাস বিজেপি থেকে আনুষ্ঠানিক পদত্যাগ করেছেন।

শনিবার (২২ মে) তৃণমূলে ফিরতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন মমতার এক সময়ের সঙ্গী সোনালী গুহও। এর আগে নদীয়ার ভূষণ সিং বিজেপির বিরুদ্ধে বিদ্রোহ দেখিয়ে দল ত্যাগ করেন।

বিজেপিতে বিদ্রোহীদের অনেকেই মনে করছেন, চলমান কোভিড বাস্তবতায় যেখানে মানুষের বেঁচে থাকার লড়াই যেখানে নারদাকাণ্ডে এভাবে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা মন্ত্রীদের গ্রেপ্তার রাজনৈতিক স্বার্থ চরিতার্থের সামিল। এমন কথা বলেই দলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিজেপিতে যোগ দেওয়া অভিনেতা অনিন্দপুলক বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী রুপা ভট্টাচার্য ও রুপাঞ্জন মিত্র।

তাদের দাবি, সময়টা বড্ড খারাপ। এরই মধ্যে এমন গ্রেপ্তারের ঘটনায় রাজ্যের মানুষের মনে প্রশ্ন উঠছে।

তবে রাজ্য বিজেপি নেতৃত্ব মনে করেন, যারা আজ বিজেপির সমালোচনা করছেন তাদের দলে কোনো ভূমিকা নেই। ভোটের আগে তাদের যোগ্য সম্মান দিয়ে বিজেপিতে আনা হয়েছিল বলেও দাবি বিজেপি নেতাদের।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।