বিমান বিধ্বস্ত, নাইজেরিয়ার সেনাপ্রধানসহ নিহত ‌‌‌১১

22 May 2021, 10:20:20

সামরিক বিমান বিধ্বস্ত হয়ে মৃত্যু হয়েছে নাইজেরিয়ার সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইব্রাহিম আত্তাহিরুর। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কাদুনায় বিমানটি বিধ্বস্ত হয়। এতে সেনা প্রধানের সঙ্গে থাকা বিমান ক্রুসহ দশ অফিসারেরও মৃত্যু হয়েছে।

দেশটির সেনাবাহিনী জানিয়েছে, খারাপ আবহাওয়ায় বিমানটি অবতরণের চেষ্টা করলে এই দুর্ঘটনা ঘটে। বিমানবাহিনীর পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, কাদুনা এয়ারপোর্টের কাছে সংগঠিত এই দুর্ঘটনার কারণ জানা যায়নি। খবর বিবিসির

৫৪ বছরের আত্তাহিরু গত জানুয়ারিতে সেনা প্রধানের দায়িত্ব গ্রহণ করেছিলেন। দেশটিতে চলমান জঙ্গি তৎপরতা দমনে সরকারের তৎপরতা বৃদ্ধির পরিকল্পনার অংশ হিসেবেই তাকে এ দায়িত্ব দেয়া হয়েছিল।

রাষ্ট্রপতি মুহাম্মদু বুহারি এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।