দলীয় অনুশীলনের জন্য মুখিয়ে আছেন তামিম

10 March 2021, 5:42:54

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল ১৪ দিনের কোয়ারেন্টাইন পর্ব শেষ করে বুধবার ক্রাইস্টচার্চ থেকে কুইন্সটাউনে গিয়েছে। এখানে টাইগারদের দলীয় অনুশীলন ক্যাম্প হবে। মূল সিরিজ শুরুর আগে এখানে অনুশীলন ম্যাচও খেলবেন তামিম-মুশফিকরা। বুধবার কুইন্সটাউনে পৌঁছে তামিম ইকবাল বলেছেন, তিনি দলীয় অনুশীলন শুরু করার জন্য মুখিয়ে আছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও আপলোড করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ভিডিওতে তামিম ইকবাল বলেছেন, ‘খুব ভালো লাগছে। এটা আমাদের জন্য প্রথম অভিজ্ঞতা। আমরা এর আগেও বাবলে ছিলাম। কিন্তু পুরোপুরি আইসোলেশনে না। নিউজিল্যান্ড ক্রিকেট আমাদের জন্য যেভাবে সবকিছুর ব্যবস্থা করেছে তা সত্যিই চমৎকার।’

তিনি বলেন, ‘এখানে আমাদের প্রায় ৪৫ দিন কাটাতে হবে। কিন্তু সাধারণ সময় হলে ২০ দিনে সফর শেষ করে দেশে ফিরতে পারতাম। ১৪ দিন আইসোলেশনে কাটাতে হলো। কিন্তু এখন বিশ্বের পরিস্থিতিটাই ভিন্ন। প্রতিটি দেশের নিয়মের প্রতি আমাদের শ্রদ্ধা রাখতে হবে। এখন আমরা মুক্ত বাতাসে ঘোরাফেরা করছি। কিন্তু আইসোলেশনের সময়টা কঠিন ছিল। এরকম সুবিধা ছিল না।’

তামিম বলেন, ‘করোনা মোকাবেলায় বাংলাদেশ অসাধারণ কৃতিত্ব দেখিয়েছে। আমরা ভ্যাকসিন নিয়েছি। শুধু আমরা ক্রিকেটাররাই না, সাধারণ মানুষও ভ্যাকসিন নিয়েছে। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি গর্বিত।’

বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘ফরম্যাটে এবার আমি তৃতীয় অথবা চতুর্থবারের মতো নিউজিল্যান্ড সফরে এসেছি। দেশটি অনেক সুন্দর। এখানকার মানুষজনও অসাধারণ। কুইন্সটাউনে আমাদের অনুশীলন ক্যাম্প আছে। এখানে অনুশীলন ম্যাচও আছে। আমরা এখানে আইসোলেশনে থাকাকালে ছোট গ্রুপ করে কয়েকটি অনুশীলন সেশন করেছি। আগামীকাল (বৃহস্পতিবার) থেকে আমরা দলীয়ভাবে সবাই একসঙ্গে অনুশীলন করব। এর জন্য আমি মুখিয়ে আছি।’

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।