মৌসু‌মের শুরু‌তেই ধা‌নের ভালো দাম পা‌চ্ছেন চাষিরা

1 May 2021, 7:29:25

নওগাঁর হা‌টে বাড়‌তে শুরু ক‌রে‌ছে নতুন ধা‌নের সরবরাহ। বে‌ড়ে‌ছে কেনা বেচা। এবার মৌসু‌মের শুরু‌তেই ধা‌নের বেশ ভালো দাম পা‌চ্ছেন চাষিরা। সরকার ধা‌নের দর বে‌ধে দেওয়ার পর প্রা‌ন্তিক হা‌টে মণ প্রতি ৫০ টাকা পর্যন্ত বে‌ড়ে‌ছে দর।

ধান বি‌ক্রির জন‌্য ভোর বেলাতেই হা‌টে আসেন চাষিরা। বেলা বাড়ার সা‌থে বা‌ড়ে ধা‌নের সরবরাহ।

নওগাঁর মহাদেবপুর হা‌টে জমজমাট কেনাবেচা। সরকার ধা‌নের দর ঘোষণার পর প্রা‌ন্তিক এসব হা‌টে মণ প্রতি ৫০ টাকা পর্যন্ত বে‌ড়ে‌ছে দর। বাড়‌তি দামে খ‌ুশি চাষিরা ।

নওগাঁর হা‌টে নতুন ধা‌নের দর মণ প্রতি কাটারি ৯৫০ থে‌কে ৯৮০ টাকা, মি‌নি‌কেট ৯৩০ থে‌কে ৯৫০ টাকা, গু‌টি স্বর্ণা – ৮৮০ থে‌কে ৯০০ টাকা, পা‌রিজা – ৯৮০ থে‌কে ১০০০ টাকা।

এক মিল মালিক বলেন, বিগত মৌসু‌মে ধা‌নের উৎপাদন কম ছিল। তাই সংক‌টে মিল চালা‌তে হি‌ম‌শিম খেতে হয়েছে।। চড়া দাম দি‌য়ে ধান সংগ্রহ করতে হতো।

চল‌তি বোরো মৌসু‌মে জেলায় ১ লাখ ৯০ হাজার হেক্টর জ‌মি থে‌কে অন্তত ১২ লাখ মে‌ট্রিক টন ধান পাওয়ার আশা কর‌ছে কৃ‌ষি বিভাগ। আর মা‌ঠ থেকে এখন পর্যন্ত ২৫ ভাগ ধান ঘ‌রে উঠেছে।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।