স্ত্রীর পর করোনায় মারা গেলেন আইনজীবী মঞ্জুরুল

1 May 2021, 3:36:55

করোনায় আক্রান্ত হয়ে স্ত্রীর মৃত্যুর কয়েকদিন পর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেলেন সুপ্রিম কোর্টের আইনজীবী এসএম মঞ্জুরুল আলম। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে তার মৃত্যু হয়।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক এই তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য ও খুলনা জজকোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর এডভোকেট এস এম মঞ্জুরুল আলম মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮২ বৎসর। তিনি খুলনা জজকোর্টেই নিয়মিত আইনপেশায় ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।

কয়েক দিন আগে মঞ্জুরুল আলমের স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

মঞ্জুরুল আলম ১৯৬৯ সালের ২২ ডিসেম্বর আইন পেশায় যোগদান করেন। পরে ১৯৯১ সালের ৩১ আগস্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে আইন পেশা পরিচালনার অনুমতিপ্রাপ্ত হয়েছিলেন। ২০০০ সালের ১১ মার্চ বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হয়েছিলেন (আইডি নং ৩০৮২)। তাকে খুলনায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।