রুই মাছ ভর্তা

30 April 2021, 3:22:52

যা যা লাগবে:

রুই মাছের সিদ্ধ কিমা – ২ কাপ
পেঁয়াজ কুচি – আধা কাপ
কাঁচা মরিচ কুচি – ১ টেবিল চামচ
ধনিয়া পাতা কুচি – আধা কাপ বা প্রয়োজনমত
সয়াবিন তেল – পরিমাণমত
হলুদ – সামান্য
লবণ – পরিমাণমত

প্রস্তুত প্রণালী:

প্রথমেই রুই মাছ পরিষ্কার করে ধুয়ে টুকরা করে নিন৷
এবার সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করে নিন।
সিদ্ধ মাছের কাঁটা বেছে কিমা করে নিন৷
অন্য একটি পাত্রে সয়াবিন তেল দিয়ে গরম করতে দিন।
সামান্য গরম হয়ে এলে মাছের কিমা ও সামান্য লবণ যোগ করে খুব ভাল করে ভেজে নিন যতক্ষণ না বাদামী রং আসে।
এবার ঐ পাত্রের তেলের মধ্যেই ভাজা মাছের সাথে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি ও প্রয়োজনমত লবণ যোগ করুন এবং ভর্তা করে নিন।

পরিবেশন:

গরম থাকতে থাকতেই তাজা ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ পাতা বা ডাটার টুকরা সহযোগে গরম ভাতের সাথে পরিবেশন করুন।

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।