তফসিল ঘোষণার পর আগের মামলায় গ্রেপ্তার নয়: ইসি আলমগীর

15 October 2023, 5:21:46

তফসিল ঘোষণার পর আগের মামলায় কাউকে গ্রেপ্তার করলে হস্তক্ষেপ করবে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর রবিবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

ইসি আলমগীর বলেন, ‘সংবিধানের দৃষ্টিতে ভোটে কোনো বাধা দেখছে না নির্বাচন কমিশন। সরকারের সঙ্গে রাজনৈতিক দলের ইস্যুতে হস্তক্ষেপ করবে না ইসি।’

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য তফসিল ঘোষণার পর যেন কোনো রাজনৈতিক মামলা বা আটক করা না হয় সে কথাও বলেন তিনি।

নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেন, ‘সংবিধান অনুযায়ী দায়িত্ব নিয়েছি দলীয় সরকারের অধীনে। পুলিশ ও জেলা প্রশাসকরা নির্বাচনে আমাদের কথামতো কাজ করবেন। নির্বাচন শান্তিপূর্ণ করার জন্য নতুন করে যেন গ্রেপ্তার করা না হয়। ক্রিমিনাল মামলা থেকে থাকলে নির্বাচনের আগে গ্রেপ্তার করুন, তফসিল ঘোষণার পর নয়।’

বিএনপির নেতাদের গ্রেপ্তার করার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘সিইসি বলেছেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর কাউকে গ্রেপ্তার করতে পারেন না। মামলা ও ক্রিমিনাল অফেন্স থাকলে তফসিল ঘোষণার আগে গ্রেপ্তার করতে হবে।’

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।