টুইটারে সেন্সরশিপ আরোপ করল ভারত

28 April 2021, 11:59:17

করোনা নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপগুলোর সমালোচনা করে করা টুইটগুলো সরিয়ে দেওয়ার জন্য টুইটারকে নির্দেশ দিয়েছে ভারত সরকার। বিষয়টি নিশ্চিত করে টুইটারের এক মুখপাত্র জানিয়েছেন, তাঁরা এ ধরনের বেশ কিছু টুইট এরই মধ্যে সরিয়ে দিয়েছেন। তবে তাঁরা এটা নিশ্চিত করে বলেননি যে ঠিক কী কী টুইট তাঁরা সরিয়েছেন। ভারত সরকারের তথ্য-প্রযুক্তি আইন ২০০০-এর আলোকে এটি করা হয়েছে। সরকারের এই পদক্ষেপকে ভালোভাবে নেয়নি সে দেশের অনেক নেটিজেন।

সমালোচিত পোস্টগুলো সরিয়ে দেওয়ার আদেশ দেওয়ার পর ভারতজুড়ে হাজার হাজার মানুষ ক্ষোভও প্রকাশ করেছেন। অনেকে এটি নিয়ে টুইটও করেছেন। একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার চেয়ে সরকারের পক্ষে টুইট সরিয়ে ফেলা অনেক বেশি সহজ।’

ভারত সরকারের একজন কর্মকর্তা বলেন, ‘সরিয়ে দেওয়া এসব টুইট বিভ্রান্তিকর, যা আতঙ্ক ছড়াচ্ছিল বেশি।’

অন্যদিকে একই সুরে কথা বলেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জাতীয় মুখপাত্র গোপাল আগরওয়ালও। তিনি বিবিসিকে বলেছেন, ‘দেশকে ক্ষতিগ্রস্ত করে এমন ভুয়া খবর প্রচার হতে দিতে পারি না। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকেও আইনের মধ্যে থেকে কাজ করতে হবে।’

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।